ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেলে আইফোন ১২ পাওয়া যাচ্ছে ৫২,৯৯৯ টাকায়। এক্সচেঞ্জ অফারে ফোন কিনলে ৫০ হাজারেরও কম দামে আইফোন ১২ পাওয়া যাবে। ফ্লিপকার্টে এক্সচেঞ্জ অফারে ১৫,৬০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। আইফোন ১২- র ১২৮ জিবি মডেলের দাম ৫৭,৯৯৯ টাকা।
চলতি বছর জুলাই মাসে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোন। ফ্লিপকার্টের সেলে পাওয়া যাচ্ছে ১০,৩৪৯ টাকায়। অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ১১৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। এছাড়াও প্রিপেড ট্রানজাকশনের ক্ষেত্রে ১০০০ টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্টের ব্যবস্থাও রয়েছে।
ফ্লিপকার্টের সেলে আইফোন এসই (২০২০) পাওয়া যাচ্ছে ৩০,১৯৯ টাকায়। ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ অফারে এই ফোন কিনলে ৩৫ হাজারের কমে পেয়ে যাবেন। এক্সচেঞ্জ অফারে ১৫,৬০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১২৫০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা।
ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেলে পোকো সি৩ ফোন পাওয়া যাচ্ছে ৮২৯৯ টাকায়। তাই ১০ হাজার টাকার কম বাজেট থাকলে এই স্মার্টফোন কিনতেই পারেন।
রিয়েলমি জিটি ৫জি ফোন ফ্লিপকার্টের সেলে পাওয়া যাচ্ছে ৩৫,৯৯৯ টাকায়। এর আগে পাওয়া যাচ্ছিল ৩৭,৯৯৯ টাকায়। অর্থাৎ ২০০০ টাকা ছাড় রয়েছে। এর পাশাপাশি এক্সচেঞ্জ অফারে ফোন কিনলে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি আইসিআইসিআই এবং অ্যাকাসিস ব্যাঙ্কের ক্রেটীড কার্ডে ১২৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।
ফ্লিপকার্টের সেলে রিয়েলমি নারজো ৩০ পাওয়া যাচ্ছে ১২,৪৯৯ টাকায়। অ্যাক্সিস এবং আইসিআইসিআই ব্যঙ্কের ক্রেডিট কার্ডে রয়েছে ১২০০ টাকার ছাড়। এছাড়াও এক্সচেঞ্জ অফারে কিনলে ১১,৯৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতা।
ফ্লিপকার্টে এখন পোকো এক্স৩ প্রো ফোনের দাম ১৬,৯৯৯ টাকা। তবে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের অফারে ১৫,৭৪৯ টাকায় পাওয়া যেতে পারে এই ফোন। এক্সচেঞ্জ অফারে এই ফোন কিনলে ১৫,৬০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।
চলতি বছর গ্যামসাং গ্যালাক্সি এফ৬২ ফোন লঞ্চ হয়েছিল ফেব্রুয়ারি মাসে। ফ্লিপকার্টের সেলে এই ফোনের দাম ১৮,৯৯৯ টাকা। এছাড়া অ্যাক্সিস বা আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড অফারে এই ফোন কিনলে পাওয়া যাবে ১৫,৭৪৯ টাকায়। এর পাশাপাশি এক্সচেঞ্জ অফারে এই ফোন কেনার ক্ষেত্রে ১৭,৬০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা।
ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেলে গুগল পিক্সেল ৪এ ফোনের দাম ২৫,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ব্যাঙ্ক কার্ড অফার এবং এক্সচেঞ্জ অফার।
১২,৯৯৯ টাকায় ফ্লিপকার্টের সেলে পাওয়া যাচ্ছে মোটো জি৪০ ফিউশন ফোন। এর উপরে রয়েছে ব্যাঙ্ক কার্ড অফার এবং এক্সচেঞ্জ অফার। তার ফলে ভারতের বাজারে মোটো জি৪০ ফিউশন ফোনের দাম আরও কিছুটা কমবে।