TV9 Bangla Digital | Edited By: megha
Nov 24, 2022 | 2:18 PM
একটা সময় ছিল যখন শীত পড়তেই মা-ঠাকুমাদের ড্রেসিং টেবিল জুড়ে থাকত গ্লিসারিন। গ্লিসারিন হল এমন একটি প্রাকৃতিক উপাদান যা শীতে ত্বকের যত্ন নেয়। কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার চিন্তা ছাড়াই গ্লিসারিনকে নানা ভাবে ব্যবহার করা যায়।
শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে গ্লিসারিন। এই কারণে বিভিন্ন প্রসাধনী পণ্যে গ্লিসারিন ব্যবহার করা হয়। আপনিও ময়েশ্চারাইজার হিসেবে গ্লিসারিন ব্যবহার করতে পারেন।
ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ত্বকের উপর গ্লিসারিন ব্যবহার করুন। গ্লিসারিন ও গোলাপ জল সমপরিমাণ নিয়ে বসিয়ে নিন। রাতে আপনি এই মিশ্রণটা মুখে লাগান। পরদিন সকালে মুখ ধুয়ে ফেলুন।
শীতে দূষণের পরিমাণ বেড়ে যায়। ত্বকের উপরও জমতে থাকে তেল, ধুলো-ময়লা। এক্ষেত্রে গ্লিসারিন দিয়ে মুখ পরিষ্কার করুন। গ্লিসারিনকে ক্লিনজার হিসেবে ব্যবহার করুন।
এক কাপ গোলাপ জল নিন। এতে ১/৪ কাপ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ খাঁটি নারকেল তেল এবং ১ টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। এই মিশ্রণটি ক্লিনজার হিসেবে ব্যবহার করুন।
বাড়ি ফিরে গ্লিসারিনের তৈরি মিশ্রণটা দিয়ে মুখ ধুয়ে নিন। এই ক্লিনজার আপনার ত্বকে উপরিতলে জমে থাকা মৃত কোষ দূর করে দেবে। পাশাপাশি শীতে শুষ্ক ত্বকের সমস্যা আপনার ধারের কাছে ঘেঁষবে না।