আপেল সিদ্ধ শিশুদের সর্দি-কাশির জন্য বেশ উপকারী। এটি সহজপাচ্য ও শরীরকে হাইড্রেডেট রাখে, শুকিয়ে যেতে দেয় না।
ভাতের জল ৬ মাসের বেশি বয়সি শিশুদের সর্দি-কাশির ক্ষেত্রে খুবই উপকারী। ভাতের জল যেকোনও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে।
মিষ্টি আলু বা রাঙা আলু সর্দি-কাশি কমানোর পাশাপাশি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।
গাজর তার ঔষধি বৈশিষ্ট্যের জন্য বেশ সুপরিচিত। গাজর রোগপ্রতিরোধ প্রক্রিয়াকে উন্নত করে এবং ব্যাকটেরিয়া ও ভাইরাস দূরে রাখে।
মুগ ডালের খিচুড়িও বেশি উপাকরী। সেই সমস্ত শিশু, যারা ঘনঘন সর্দি-কাশিতে ভোগে, তাদের দুপুরে বা রাতের খাবারে দিন মুগ ডালের খিচুড়ি। Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।