PayTM AutoPay: প্রত্যেক মাসে বিদ্যুতের বিল দিতে ভুলে যান? এই সহজ পদ্ধতিতে আপনাআপনিই হয়ে যাবে পেমেন্ট

UPI Payment: প্রথমেই আপনাকে পেটিএম অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং নিজের ইমেইল আইডি দিয়ে সেটআপ করতে হবে।

| Edited By: | Updated on: Dec 08, 2022 | 7:30 AM
নয়া দিল্লি: কর্মব্যস্ত জীবনে অনেক সময়ই বাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাই আমরা। এমনই একটি কাজ হল ইলেকট্রিক বিল দেওয়া। প্রত্যেক মাসে নিয়মিতভাবে ইলেকট্রিক বিল দিতে ভুলে গেলেই বাড়িতে আসে সবুজ বিল। দিতে হয় অতিরিক্ত জরিমানাও। তবে এবার আপনাকে আর প্রত্যেক মাসে বিল দেওয়ার জন্য ভাবতে হবে না। অনলাইনেই প্রত্য়েক মাসে দেওয়া হয়ে যাবে ইলেকট্রিক বিল। এমনই পরিষেবা এনেছে পেটিএম।

নয়া দিল্লি: কর্মব্যস্ত জীবনে অনেক সময়ই বাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাই আমরা। এমনই একটি কাজ হল ইলেকট্রিক বিল দেওয়া। প্রত্যেক মাসে নিয়মিতভাবে ইলেকট্রিক বিল দিতে ভুলে গেলেই বাড়িতে আসে সবুজ বিল। দিতে হয় অতিরিক্ত জরিমানাও। তবে এবার আপনাকে আর প্রত্যেক মাসে বিল দেওয়ার জন্য ভাবতে হবে না। অনলাইনেই প্রত্য়েক মাসে দেওয়া হয়ে যাবে ইলেকট্রিক বিল। এমনই পরিষেবা এনেছে পেটিএম।

1 / 7
এই পরিষেবা নতুন নয়, ২০২১ সালেই পেটিএম অটো-পে ফিচার আনা হয়। বিদ্য়ুতের বিল থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা, এমনকী ওটিটি প্ল্যাটফর্মের জন্যও মাসিক যে ফি দিতে হয়, তা নিজে থেকেই পেমেন্ট হয়ে যাবে। এরজন্য আপনাকে শুধু অটো পে অপশনটি সিলেক্ট করতে হবে। তাহলেই প্রত্যেক মাসের শুরুতে যাবতীয় বকেয়া বিল থেকে খরচ-আপনা আপনিই দেওয়া হয়ে যাবে।

এই পরিষেবা নতুন নয়, ২০২১ সালেই পেটিএম অটো-পে ফিচার আনা হয়। বিদ্য়ুতের বিল থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা, এমনকী ওটিটি প্ল্যাটফর্মের জন্যও মাসিক যে ফি দিতে হয়, তা নিজে থেকেই পেমেন্ট হয়ে যাবে। এরজন্য আপনাকে শুধু অটো পে অপশনটি সিলেক্ট করতে হবে। তাহলেই প্রত্যেক মাসের শুরুতে যাবতীয় বকেয়া বিল থেকে খরচ-আপনা আপনিই দেওয়া হয়ে যাবে।

2 / 7
ধরুন, আপনি ইলেকট্রিক বিল দেবেন। পেটিএমে অটো পে অপশন সিলেক্ট করা থাকলেই মাসের শুরুতে সেই বিল আপনাআপনি পেমেন্ট হয়ে যাবে। এরজন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই লিঙ্ক করা থাকতে হবে এবং ব্যাঙ্কে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।   

ধরুন, আপনি ইলেকট্রিক বিল দেবেন। পেটিএমে অটো পে অপশন সিলেক্ট করা থাকলেই মাসের শুরুতে সেই বিল আপনাআপনি পেমেন্ট হয়ে যাবে। এরজন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই লিঙ্ক করা থাকতে হবে এবং ব্যাঙ্কে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।   

3 / 7
কীভাবে অ্যাকাউন্ট সেট আপ করবেন? প্রথমেই আপনাকে পেটিএম অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং নিজের ইমেইল আইডি দিয়ে সেটআপ করতে হবে। এরপরে নিজের ফোন নম্বর দিয়ে লগ ইন করলে ওটিপি আসবে।

কীভাবে অ্যাকাউন্ট সেট আপ করবেন? প্রথমেই আপনাকে পেটিএম অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং নিজের ইমেইল আইডি দিয়ে সেটআপ করতে হবে। এরপরে নিজের ফোন নম্বর দিয়ে লগ ইন করলে ওটিপি আসবে।

4 / 7
এরপরে পেমেন্ট সেটিং অপশনে গিয়ে রিচার্জ  অ্যান্ড বিল পেমেন্টস অপশনে ক্লিক করুন। এবার বিল টাইপ বেছে নিন। অর্থাৎ ইলেকট্রিসিটি বা গ্যাস পাইপলাইন, কীসের বিল দেবেন, তা বেছে নিন।

এরপরে পেমেন্ট সেটিং অপশনে গিয়ে রিচার্জ  অ্যান্ড বিল পেমেন্টস অপশনে ক্লিক করুন। এবার বিল টাইপ বেছে নিন। অর্থাৎ ইলেকট্রিসিটি বা গ্যাস পাইপলাইন, কীসের বিল দেবেন, তা বেছে নিন।

5 / 7
ইলেকট্রিসিটি বিলের জন্য আপনাকে কাস্টমার আইডেন্টিফিকেশন নম্বর, অ্যাকাউন্ট নম্বর, কনজিউমার নম্বর দিতে হবে। মোবাইল নম্বর দিয়ে প্রসিড অপশনে ক্লিক করতে হবে।

ইলেকট্রিসিটি বিলের জন্য আপনাকে কাস্টমার আইডেন্টিফিকেশন নম্বর, অ্যাকাউন্ট নম্বর, কনজিউমার নম্বর দিতে হবে। মোবাইল নম্বর দিয়ে প্রসিড অপশনে ক্লিক করতে হবে।

6 / 7
 যাবতীয় ডিটেইলস দেওয়া পর আপনাকে ইউপিআই অটো পে অপশনে ক্লিক করতে হবে। এবার পেমেন্টের প্রসিড অপশনে ক্লিক করলেই ইউপিআই পিন চাওয়া হবে, তা বসালেই পেমেন্ট হয়ে যাবে। 

 যাবতীয় ডিটেইলস দেওয়া পর আপনাকে ইউপিআই অটো পে অপশনে ক্লিক করতে হবে। এবার পেমেন্টের প্রসিড অপশনে ক্লিক করলেই ইউপিআই পিন চাওয়া হবে, তা বসালেই পেমেন্ট হয়ে যাবে। 

7 / 7
Follow Us: