Bangla NewsPhoto gallery Former Engineers From Elon Musk's SpaceX Made Robot That Makes Pizza In 45 Seconds
Stellar Pizza: ৪৫ সেকেন্ডেই পিৎজ়া রেডি! রোবট মেশিন তৈরি করলেন এলন মাস্কের কোম্পানির প্রাক্তন তিন ইঞ্জিনিয়ার
Robot Restaurant: রোবট রেস্তরাঁ খুলে ফেললেন স্পেসএক্স-এর ৩ প্রাক্তন ইঞ্জিনিয়ার। সেই রেস্তরাঁয় রয়েছে এমনই একটি মেশিন যা প্রতি ৪৫ সেকেন্ডে একটি করে নতুন পিৎজ়া তৈরি করতে পারে। কী ভাবে সেই মেশিনে পিৎজ়া তৈরি করা হয়? প্রথমেই বাড়িতে তৈরি করা ময়দার একটি তাল মেশিনে দিয়ে দেওয়া হয়। তার পরে মেশিন চালু হলে চাপেই সেই ময়দার ডো পিৎজ়ার আকার ধারণ করবে। আর সেই রাউন্ড শেপ এক বার তৈরি হয়ে গেলেই তার উপরে পড়তে থাকে পিৎজার সমস্ত ইনগ্রেডিয়েন্টস। এই রোবট মেশিন সম্পর্কে যাবতীয় জরুরি তথ্য জেনে নিন।