Gary Lineker: শেফ হয়ে গেলেন গ্যারি লিনেকার, বানালেন ৩০০ জনের খাবার…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 24, 2022 | 8:30 AM

ইংল্যান্ডের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার গ্যারি লিনেকার (Gary Lineker) হঠাৎ করেই শেফ হয়ে গেলেন। শুধু তাই নয়, তিনি বানালেন ৩০০ জনের খাবার। ল্যাটিটিউড ফেস্টিভ্যালের দর্শকদের জন্য জিভে জল আনা তিনখানা পদের একটি বানাতে সাহায্য করেন। তিনি এই ফেস্টিভ্যালের প্রথম গেস্ট শেফ হিসেবে বানান কাতালান থিমের স্টার্টার।

1 / 5
ইংল্যান্ডের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার গ্যারি লিনেকার (Gary Lineker) হঠাৎ করেই শেফ হয়ে গেলেন। শুধু তাই নয়, তিনি বানালেন ৩০০ জনের খাবার। (ছবি-গ্যারি লিনেকার টুইটার)

ইংল্যান্ডের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার গ্যারি লিনেকার (Gary Lineker) হঠাৎ করেই শেফ হয়ে গেলেন। শুধু তাই নয়, তিনি বানালেন ৩০০ জনের খাবার। (ছবি-গ্যারি লিনেকার টুইটার)

2 / 5
ল্যাটিটিউড ফেস্টিভ্যালের দর্শকদের জন্য, জিভে জল আনা তিনখানা পদের একটি বানাতে সাহায্য করেন। তিনি এই ফেস্টিভ্যালের প্রথম গেস্ট শেফ হিসেবে বানান কাতালান থিমের স্টার্টার। (ছবি-গ্যারি লিনেকার টুইটার)

ল্যাটিটিউড ফেস্টিভ্যালের দর্শকদের জন্য, জিভে জল আনা তিনখানা পদের একটি বানাতে সাহায্য করেন। তিনি এই ফেস্টিভ্যালের প্রথম গেস্ট শেফ হিসেবে বানান কাতালান থিমের স্টার্টার। (ছবি-গ্যারি লিনেকার টুইটার)

3 / 5
৩০০ জনের খাবার একা গ্যারি বানিয়েছেন? এমনটা ভেবে চমকে যাচ্ছেন তো। উত্তর না। এই কাজে তিনি সোশ্যাল প্যান্ট্রির সাহায্য পেয়েছেন। (ছবি-টুইটার)

৩০০ জনের খাবার একা গ্যারি বানিয়েছেন? এমনটা ভেবে চমকে যাচ্ছেন তো। উত্তর না। এই কাজে তিনি সোশ্যাল প্যান্ট্রির সাহায্য পেয়েছেন। (ছবি-টুইটার)

4 / 5
চার দিনব্যাপী চলা মিউজিক ফেস্টিভ্যাল ল্যাটিটিউডে ক্ষুধার্ত দর্শকদের সুস্বাদু পদ রেঁধে খাইয়েছেন গ্যারি। (ছবি-টুইটার)

চার দিনব্যাপী চলা মিউজিক ফেস্টিভ্যাল ল্যাটিটিউডে ক্ষুধার্ত দর্শকদের সুস্বাদু পদ রেঁধে খাইয়েছেন গ্যারি। (ছবি-টুইটার)

5 / 5
ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকার কাতালান থিমের স্টার্টার বানান ল্যাটিটিউড ফেস্টিভ্যাল দেখতে আসা দর্শকদের জন্য। যার নাম 'মেস কিউ আন চিকেন'। আলু, টম্যাটো স্টু দিয়ে রোস্টেড চিকেন বানান গ্যারি। (ছবি-টুইটার)

ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকার কাতালান থিমের স্টার্টার বানান ল্যাটিটিউড ফেস্টিভ্যাল দেখতে আসা দর্শকদের জন্য। যার নাম 'মেস কিউ আন চিকেন'। আলু, টম্যাটো স্টু দিয়ে রোস্টেড চিকেন বানান গ্যারি। (ছবি-টুইটার)

Next Photo Gallery