Neeraj Chopra: এক সময়ের নাদুসনুদুস নীরজ এখন বিশ্বমঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 24, 2022 | 10:04 AM

ছেলেবেলা থেকেই নাদুসনুদুস চেহারার ছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। শৈশবে আর পাঁচটা ছেলের থেকে নীরজের চেহারাটা ছিল অন্যরকম। শরীরে ছিল অতিরিক্ত মেদ। যা নিয়ে চিন্তায় থাকতেন তাঁর বাবা। এরপর নীরজের বাবা সতীশ কুমার চোপড়া ছেলের মেদ কমানোর জন্য পৌঁছে যান সোনিপতের কাছে শিবাজি স্টেডিয়ামে। সেখানেই শুরু হয় নীরজের নয়া সফর। সেই স্থূলকায় নীরজ এখন দিব্য ফিট। টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন। পরপর তিনি যে ইভেন্টেই নামছেন পোডিয়াম ফিনিশ করছেন। এবং বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করে চলেছেন।

1 / 5
ছেলেবেলা থেকেই নাদুসনুদুস চেহারার ছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। শৈশবে আর পাঁচটা ছেলের থেকে নীরজের চেহারাটা ছিল অন্যরকম। শরীরে ছিল অতিরিক্ত মেদ। যা নিয়ে চিন্তায় থাকতেন তাঁর বাবা। এরপর নীরজের বাবা সতীশ কুমার চোপড়া ছেলের মেদ কমানোর জন্য পৌঁছে যান সোনিপতের কাছে শিবাজি স্টেডিয়ামে। সেখানেই শুরু হয় নীরজের নয়া সফর। (ছবি-টুইটার)

ছেলেবেলা থেকেই নাদুসনুদুস চেহারার ছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। শৈশবে আর পাঁচটা ছেলের থেকে নীরজের চেহারাটা ছিল অন্যরকম। শরীরে ছিল অতিরিক্ত মেদ। যা নিয়ে চিন্তায় থাকতেন তাঁর বাবা। এরপর নীরজের বাবা সতীশ কুমার চোপড়া ছেলের মেদ কমানোর জন্য পৌঁছে যান সোনিপতের কাছে শিবাজি স্টেডিয়ামে। সেখানেই শুরু হয় নীরজের নয়া সফর। (ছবি-টুইটার)

2 / 5
ছেলেবেলার সেই স্থূলকায় নীরজ এখন দিব্য ফিট। টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন। পরপর তিনি যে ইভেন্টেই নামছেন পোডিয়াম ফিনিশ করছেন। এবং বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করে চলেছেন। (ছবি-টুইটার)

ছেলেবেলার সেই স্থূলকায় নীরজ এখন দিব্য ফিট। টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন। পরপর তিনি যে ইভেন্টেই নামছেন পোডিয়াম ফিনিশ করছেন। এবং বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করে চলেছেন। (ছবি-টুইটার)

3 / 5
শৈশবে অতিরিক্ত দুষ্টু ছিলেন নীরজ। মফস্বলের বাড়ির সামনে ছেলেবেলায় নীরজ ষাঁড় দেখলেই লেজ ধরে টান দিতেন। এটাই তখন ছিল তাঁর প্রিয়তম শখ। (ছবি-টুইটার)

শৈশবে অতিরিক্ত দুষ্টু ছিলেন নীরজ। মফস্বলের বাড়ির সামনে ছেলেবেলায় নীরজ ষাঁড় দেখলেই লেজ ধরে টান দিতেন। এটাই তখন ছিল তাঁর প্রিয়তম শখ। (ছবি-টুইটার)

4 / 5
তবে শুধু ষাঁড়ের লেজ ধরে টান দিয়েই শান্ত থাকতেই না নীরজ, বাড়ির সামনের কোনও গাছে মৌচাক নজরে পড়লেই, তিনি ঢিল ছুঁড়ে ভাঙতেনই সেটা। (ছবি-টুইটার)

তবে শুধু ষাঁড়ের লেজ ধরে টান দিয়েই শান্ত থাকতেই না নীরজ, বাড়ির সামনের কোনও গাছে মৌচাক নজরে পড়লেই, তিনি ঢিল ছুঁড়ে ভাঙতেনই সেটা। (ছবি-টুইটার)

5 / 5
আর সেই নীরজই এখন অ্যাথলেটিক্সে ভারতকে অলিম্পিক থেকে শুরু করে বিশ্বের একাধিক ইভেন্টে পদক দিচ্ছেন। আজ, ওরিগনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপের ফাইনালে চতুর্থ থ্রোতে ৮৮.১৩ মিটার ছুড়ে রুপো পেয়েছেন তিনি। নীরজ প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব মিটে পদক পেলেন। আসন্ন কমনওয়েলথ গেমসেও বিশেষ নজর থাকবে তাঁর দিকে। (ছবি-টুইটার)

আর সেই নীরজই এখন অ্যাথলেটিক্সে ভারতকে অলিম্পিক থেকে শুরু করে বিশ্বের একাধিক ইভেন্টে পদক দিচ্ছেন। আজ, ওরিগনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপের ফাইনালে চতুর্থ থ্রোতে ৮৮.১৩ মিটার ছুড়ে রুপো পেয়েছেন তিনি। নীরজ প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব মিটে পদক পেলেন। আসন্ন কমনওয়েলথ গেমসেও বিশেষ নজর থাকবে তাঁর দিকে। (ছবি-টুইটার)

Next Photo Gallery