Bangla NewsPhoto gallery India's Javelin thrower Neeraj Chopra's journey from a chubby kid to India's Olympics gold medalist and now World Athletics Championships silver medalist
Neeraj Chopra: এক সময়ের নাদুসনুদুস নীরজ এখন বিশ্বমঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন
ছেলেবেলা থেকেই নাদুসনুদুস চেহারার ছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। শৈশবে আর পাঁচটা ছেলের থেকে নীরজের চেহারাটা ছিল অন্যরকম। শরীরে ছিল অতিরিক্ত মেদ। যা নিয়ে চিন্তায় থাকতেন তাঁর বাবা। এরপর নীরজের বাবা সতীশ কুমার চোপড়া ছেলের মেদ কমানোর জন্য পৌঁছে যান সোনিপতের কাছে শিবাজি স্টেডিয়ামে। সেখানেই শুরু হয় নীরজের নয়া সফর। সেই স্থূলকায় নীরজ এখন দিব্য ফিট। টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন। পরপর তিনি যে ইভেন্টেই নামছেন পোডিয়াম ফিনিশ করছেন। এবং বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করে চলেছেন।