Chris Cairns: ফের এক বার জীবনযুদ্ধে সফল কেয়ার্নস, দেখুন তাঁর লড়াইয়ের ছবি
নিউজিল্যান্ডের (New Zealand) প্রাক্তন অল-রাউন্ডার ক্রিস কেয়ার্নস (Chris Cairns) জীবনযুদ্ধের লড়াই চালিয়ে যাচ্ছেন। ২০২১ সালের অগস্ট মাসে হৃদজনিত সমস্যা নিয়ে অস্ট্রেলিয়ার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে অস্ত্রোপচারের পর তিনি পক্ষাঘাতে ভুগছেন। তবে ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছেন কেয়ার্নস। ডাক্তারদের পরামর্শে চলছে তাঁর রিহ্যাব প্রক্রিয়া। তিনি আবার শুরু করেছেন জিমও। এমনকি পুলে হাইড্রোথেরাপি করছেন। যন্ত্রে ভর করে ট্রেনারের সাহায্যে তিনি একটু একটু করে হাটাও শুরু করেছেন। তারই ঝলক তিনি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়।
Most Read Stories