Cricket: অবাক কাণ্ড! এক ওভারে টানা ৫ উইকেট নিয়ে চমক দেখালেন সারা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 27, 2023 | 4:48 PM

5 Wickets in One over: অস্ট্রেলিয়ার মহিলাদের ঘরোয়া লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল তাসমানিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়া। সেই ম্যাচ এখন চর্চায়। জয়ের জন্য শেষ ওভারে দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল চার রান। এমন সময় ঘটে অবাক কাণ্ড। এক ওভারে পর পর ৫ উইকেট তুলে নেয় তাসমানিয়া। সারা কোয়েট নেন টানা ৫ উইকেট। সারার এক ওভারই পাল্টে দেয় ম্যাচের ফল। চ্যাম্পিয়ন হয়েছে তাসমানিয়া।

1 / 8
 ক্রিকেটকে এই জন্যই বলে অনিশ্চয়তায় খেলা। ম্যাচ চলাকালীন যে কোনও সময় যে কোনও কিছু হতে পারে। হোবার্টে অস্ট্রেলিয়ার মহিলাদের ঘরোয়া লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল তাসমানিয়া (Tasmania) ও দক্ষিণ অস্ট্রেলিয়া (South Australia)। সেই ম্যাচে দক্ষিণ অস্ট্রেলিয়ার জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৪ রান। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

ক্রিকেটকে এই জন্যই বলে অনিশ্চয়তায় খেলা। ম্যাচ চলাকালীন যে কোনও সময় যে কোনও কিছু হতে পারে। হোবার্টে অস্ট্রেলিয়ার মহিলাদের ঘরোয়া লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল তাসমানিয়া (Tasmania) ও দক্ষিণ অস্ট্রেলিয়া (South Australia)। সেই ম্যাচে দক্ষিণ অস্ট্রেলিয়ার জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৪ রান। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

2 / 8
স্কোরবোর্ড দেখে মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা ম্যাচ বের করে নিয়ে যাবে। এমন সময় অঘটন ঘটান তাসমানিয়ার সারা কোয়েট। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

স্কোরবোর্ড দেখে মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা ম্যাচ বের করে নিয়ে যাবে। এমন সময় অঘটন ঘটান তাসমানিয়ার সারা কোয়েট। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

3 / 8
শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার যখন জয়ের জন্য ৪ রান প্রয়োজন তেমন সময়, পরপর ৫ উইকেট তুলে নেন তাসমানিয়ার সারা কোয়েট। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার যখন জয়ের জন্য ৪ রান প্রয়োজন তেমন সময়, পরপর ৫ উইকেট তুলে নেন তাসমানিয়ার সারা কোয়েট। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

4 / 8
সারা কোয়েটের (Sarah Coyte) একটা ওভার পালটে দেয় ম্যাচের ছবিটা। ১ রানে হেরে যায় দক্ষিণ অস্ট্রেলিয়া। অজিদের মহিলাদের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন হয় তাসমানিয়া। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

সারা কোয়েটের (Sarah Coyte) একটা ওভার পালটে দেয় ম্যাচের ছবিটা। ১ রানে হেরে যায় দক্ষিণ অস্ট্রেলিয়া। অজিদের মহিলাদের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন হয় তাসমানিয়া। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

5 / 8
অস্ট্রেলিয়ার মহিলাদের ঘরোয়া লিগের ফাইনালে তাসমানিয়া বনাম দক্ষিণ অস্ট্রেলিয়ার শেষ ওভার শেষ হয় চরম নাটকীয়তায়। উল্লেখ্য ৫০ ওভারের সেই ম্যাচে ডিএলএস মেথডে জেতে তাসমানিয়া। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

অস্ট্রেলিয়ার মহিলাদের ঘরোয়া লিগের ফাইনালে তাসমানিয়া বনাম দক্ষিণ অস্ট্রেলিয়ার শেষ ওভার শেষ হয় চরম নাটকীয়তায়। উল্লেখ্য ৫০ ওভারের সেই ম্যাচে ডিএলএস মেথডে জেতে তাসমানিয়া। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

6 / 8
অ্যানি ও'নিল, বার্সবি, আমান্ডা-জেড ওয়েলিংটন, এলা উইলসন এবং আনেসু মুশাংওয়ে এই পাঁচ জন ৪৭তম ওভারে সারা কোয়েটের শিকার হন। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

অ্যানি ও'নিল, বার্সবি, আমান্ডা-জেড ওয়েলিংটন, এলা উইলসন এবং আনেসু মুশাংওয়ে এই পাঁচ জন ৪৭তম ওভারে সারা কোয়েটের শিকার হন। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

7 / 8
হারতে বসা দলকে এক ওভারেই চ্যাম্পিয়ন বানিয়ে দেন তাসমানিয়ার পেসার সারা কোয়েট। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

হারতে বসা দলকে এক ওভারেই চ্যাম্পিয়ন বানিয়ে দেন তাসমানিয়ার পেসার সারা কোয়েট। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

8 / 8
তাসমানিয়ার পেসার সারা কোয়েট শেষ ওভারে ৩ ব্যাটারের উইকেট তুলে নেন। বাকি ২টি রান আউট হয়। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন সারা কোয়েট। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

তাসমানিয়ার পেসার সারা কোয়েট শেষ ওভারে ৩ ব্যাটারের উইকেট তুলে নেন। বাকি ২টি রান আউট হয়। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন সারা কোয়েট। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

Next Photo Gallery