Ayan Broomfield: ইউএস ওপেনে নজর কাড়লেন নাদাল ‘বধ’-এর নায়ক তিয়াফোর বান্ধবী

২২টি গ্র্যান্ড স্লামের অধিকারী রাফায়েল নাদালকে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে ছিটকে দিয়েছেন মার্কিন টেনিস তারকা ফ্রান্সেস তিয়াফো। ৬৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ ব্যবধানে স্প্যানিশ টেনিস তারকাকে ছিটকে দিয়ে টেনিস বিশ্বকে অবাক করে দিয়েছেন তিনি।

| Edited By: | Updated on: Sep 07, 2022 | 10:00 AM
২২টি গ্র্যান্ড স্লামের অধিকারী রাফায়েল নাদালকে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে ছিটকে দিয়েছেন মার্কিন টেনিস তারকা ফ্রান্সেস তিয়াফো। ৬৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ ব্যবধানে স্প্যানিশ টেনিস তারকাকে ছিটকে দিয়ে টেনিস বিশ্বকে অবাক করে দিয়েছেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

২২টি গ্র্যান্ড স্লামের অধিকারী রাফায়েল নাদালকে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে ছিটকে দিয়েছেন মার্কিন টেনিস তারকা ফ্রান্সেস তিয়াফো। ৬৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ ব্যবধানে স্প্যানিশ টেনিস তারকাকে ছিটকে দিয়ে টেনিস বিশ্বকে অবাক করে দিয়েছেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 5
তিয়াফোর কীর্তিতে আর পাঁচটা টেনিসপ্রেমীর মতোই উচ্ছ্বসিত তাঁর বান্ধবী আয়ান ব্রুমফিল্ড। ম্যাচ শেষ হওয়ার পর তাঁর যেন বিশ্বাসই হচ্ছিল না। ফ্লাশিং মিডোর গ্যালারিতে বসা ব্রুমফিল্ডের মুখে হাত দিয়ে প্রতিক্রিয়া তার প্রমাণ।(ছবি:ইনস্টাগ্রাম)

তিয়াফোর কীর্তিতে আর পাঁচটা টেনিসপ্রেমীর মতোই উচ্ছ্বসিত তাঁর বান্ধবী আয়ান ব্রুমফিল্ড। ম্যাচ শেষ হওয়ার পর তাঁর যেন বিশ্বাসই হচ্ছিল না। ফ্লাশিং মিডোর গ্যালারিতে বসা ব্রুমফিল্ডের মুখে হাত দিয়ে প্রতিক্রিয়া তার প্রমাণ।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
তিয়াফোর প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা যায় আয়ান ব্রুমফিল্ডকে। কানাডার মেয়ে ব্রুমফিল্ড নিজেও একজন টেনিস খেলোয়াড়। (ছবি:ইনস্টাগ্রাম)

তিয়াফোর প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা যায় আয়ান ব্রুমফিল্ডকে। কানাডার মেয়ে ব্রুমফিল্ড নিজেও একজন টেনিস খেলোয়াড়। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
২৪ বছরের তিয়াফোর সুন্দরী বান্ধবী এখনও নাবালিকা! ১৭ বছরের ব্রুমফিল্ড টেনিস খেলোয়াড় না হলে অনায়াসে হতে পারতেন মডেল। ইনস্টাগ্রামে তার প্রমাণ মেলে।(ছবি:ইনস্টাগ্রাম)

২৪ বছরের তিয়াফোর সুন্দরী বান্ধবী এখনও নাবালিকা! ১৭ বছরের ব্রুমফিল্ড টেনিস খেলোয়াড় না হলে অনায়াসে হতে পারতেন মডেল। ইনস্টাগ্রামে তার প্রমাণ মেলে।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
২০১৮ সাল থেকে তিয়াফো ও মিস ব্রুমফিল্ড সম্পর্কে রয়েছেন। ২০২০ সালে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবিদ্বেষের প্রতিবাদ ও সচেতনতার জন্য একটি ভিডিও তৈরি করে হইচই ফেলে দেন এই কাপল ।(ছবি:ইনস্টাগ্রাম)

২০১৮ সাল থেকে তিয়াফো ও মিস ব্রুমফিল্ড সম্পর্কে রয়েছেন। ২০২০ সালে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবিদ্বেষের প্রতিবাদ ও সচেতনতার জন্য একটি ভিডিও তৈরি করে হইচই ফেলে দেন এই কাপল ।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5
Follow Us: