Bollywood celebs: ফিটনেসই মূলমন্ত্র, মদ ছুঁয়ে দেখেন না যে ৬ বলি-তারকা
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Sep 17, 2021 | 8:36 AM
নিজেদের ফিট রাখতে মদ ছুঁয়ে দেখেন না ওঁরা। চারিপাশে প্রলোভন তো রয়েছেই, কিন্তু তা সত্ত্বেও নিজেদের ফিট রাখতে নন-অ্যালকোহলিক জীবনেই ভরসা তাঁদের। দেখে নিন, বলিপাড়ার এমন কিছু সেলেবকে যারা মদ ছুঁয়ে দেখেন না।
1 / 7
হেভিওয়েট পার্টি হোক অথবা হাউজ পার্টি... নিজেদের ফিট রাখতে মদ ছুঁয়ে দেখেন না ওঁরা। চারিপাশে প্রলোভন তো রয়েছেই, কিন্তু তা সত্ত্বেও নিজেদের ফিট রাখতে নন-অ্যালকোহলিক জীবনেই ভরসা তাঁদের। দেখে নিন, বলিপাড়ার এমন কিছু সেলেবকে যারা মদ ছুঁয়ে দেখেন না।
2 / 7
অক্ষয় কুমার যে মদ্যপান করেন না সে কথা এক টক-শো'তে জানিয়েছিলেন কঙ্গনা রানাওয়াতও। নিজেকে ফিটে রাখতে পছন্দ করেন অক্ষয়। তাই মদে তাঁর 'না'।
3 / 7
যোগাভ্যাসেই আস্থা শিল্পা শেট্টির, মদ্যপান তিনি করেন না।
4 / 7
সিদ্ধার্থ মালহোত্রও ফিটনেস ফ্রিক, তাঁর রুটিনে মদ্যপান নেই।
5 / 7
নিজেকে ফিট রাখাই পছন্দ সোনাক্ষীর। তাই জীবন থেকে মদ বাদ তাঁর।
6 / 7
এই লিস্টে আরও এক নাম অভিনেতা জন আব্রাহামের। মদ ছুঁয়ে দেখেন না তিনিও।
7 / 7
ধূমপান অথবা মদ্যপান করেন না বিগ-বি অমিতাভ বচ্চন। এই বয়সেও ফিট থাকার তাঁর প্রধান লক্ষ্য।