নতুন বছর মানেই নতুন করে সূচনা। নতুন বছরে বদলও আসে অনেক কিছু। ২০২৫ সালও তার ব্যতিক্রম নয়। এই বছরের গোড়া থেকেই ব্যঙ্কিং সংক্রান্ত একাধিক নিয়মে আসতে চলেছে পরিবর্তন। এগুলি না জানলে খুব সমস্যা।
ফিক্সড ডিপোজিটে নিয়ম বদল- ১ জানুয়ারি, ২০২৫ সাল থেকে ফিক্সড ডিপোজিটের নিয়মে বদল আসতে চলেছে। নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি ও হাউজিং ফাইন্যান্স কোম্পানির এফডি-র নিয়মে পরিবর্তন আসছে।
গাড়ির দাম বাড়ছে- ২০২৫ সাল থেকেই দাম বাড়তে চলেছে গাড়ির। মারুতি সুজুকি, হুন্ডাই, মাহিন্দ্রা থেকে মার্সিডিজ বেঞ্জস, বিএমডব্লু, অডি-র মতো সংস্থা তাদের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে। জানা গিয়েছে, প্রায় ৩ শতাংশ দাম বাড়তে চলেছে।
এলপিজির দাম পরিবর্তন- প্রতি মাসের মতো জানুয়ারি মাসের শুরুতেও এলপিজির দামে পরিবর্তন এল। জানুয়ারি মাসের প্রথমদিনেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬ টাকা কমেছে। তবে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডারের দামে পরিবর্তন আসেনি।
অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশনে পরিবর্তন- অ্যামাজন ইন্ডিয়া জানিয়েছে, ১ জানুয়ারি থেকেই প্রাইম মেম্বারশিপের নিয়মে পরিবর্তন আসছে। এবার থেকে প্রাইমের একটি অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র দুটি ডিভাইসেই স্ট্রিম করা যাবে। আগে পাঁচটি ডিভাইস পর্যন্ত স্ট্রিমিং করা যেত।
সহজ হচ্ছে পেনশনের টাকা তোলা- ১ জানুয়ারি থেকে ইপিএফও-তে পেনশন তোলার নিয়মও সরল হচ্ছে। এবার থেকে যেকোনও ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা তোলা যাবে। আগে নির্দিষ্ট ব্যাঙ্ক থেকেই টাকা তুলতে হত।
এটিএম থেকেই মিলবে পিএফের টাকা- কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২৫ সাল থেকে ইপিএফও-র টাকা এটিএম থেকেই তোলা যাবে। এর জন্য আলাদা আবেদন করতে হবে না। এটিএম থেকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই টাকা তোলা যাবে পিএফের।
জিএসটি পোর্টালে পরিবর্তন- ১ জানুয়ারি থেকে জিএসটি পোর্টালে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। ই-ওয়ে বিলের সময়সীমা এবং জিএসটি পোর্টালের নিরাপত্তা সংক্রান্ত পরিবর্তন হবে।