Mika Singh’s Biggest Controversies: নাবালিকাকে অশ্লীল ছবি, জোর করে চুমু! দুবাইয়ের মাটিতে কী ঘটে মিকার সঙ্গে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 17, 2022 | 9:41 AM

Mika Singh: মিকার চরিত্র নিয়ে বারেবারেই করা হয়েছে কাঁটাছেঁড়া। তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগও। নাবালিকে অশ্লীল ছবি পাঠানো থেকে শুরু করে চিকিৎসককে থাপ্পড়... আর কী কী ঘটে মিকার সঙ্গে?

1 / 6
আর কিছুদিন পরেই বিয়ে করতে চলেছেন গায়ক মিকা সিং। সর্বসমক্ষেই এক রিয়ালিটি শো'র মাধ্যমেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। মিকার গলায় মাতা দিতে হাজির গোটা ভারতের অগুন্তি সুন্দরী। এ হেন মিকার চরিত্র নিয়ে বারেবারেই করা হয়েছে কাঁটাছেঁড়া। তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগও। নাবালিকে অশ্লীল ছবি পাঠানো থেকে শুরু করে চিকিৎসককে থাপ্পড়... আর কী কী ঘটে মিকার সঙ্গে?

আর কিছুদিন পরেই বিয়ে করতে চলেছেন গায়ক মিকা সিং। সর্বসমক্ষেই এক রিয়ালিটি শো'র মাধ্যমেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। মিকার গলায় মাতা দিতে হাজির গোটা ভারতের অগুন্তি সুন্দরী। এ হেন মিকার চরিত্র নিয়ে বারেবারেই করা হয়েছে কাঁটাছেঁড়া। তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগও। নাবালিকে অশ্লীল ছবি পাঠানো থেকে শুরু করে চিকিৎসককে থাপ্পড়... আর কী কী ঘটে মিকার সঙ্গে?

2 / 6
ছয় ভাইয়ের মধ্যে মিকাই ছিলেন সবচেয়ে ছোট। তাঁর জন্মগত নাম আমরিক সিং। বাবা ছিলেন কুস্তীগির। কিন্তু একই সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেও তামিল নিয়েছিলেন তিনি। মাও ছিলেন কুস্তীগির। তবে একই সঙ্গে লোকগীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। মিকার জন্ম হয় এই রাজ্যেই দুর্গাপুরে।

ছয় ভাইয়ের মধ্যে মিকাই ছিলেন সবচেয়ে ছোট। তাঁর জন্মগত নাম আমরিক সিং। বাবা ছিলেন কুস্তীগির। কিন্তু একই সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেও তামিল নিয়েছিলেন তিনি। মাও ছিলেন কুস্তীগির। তবে একই সঙ্গে লোকগীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। মিকার জন্ম হয় এই রাজ্যেই দুর্গাপুরে।

3 / 6
এ হেন মিকা গাইতেন কীর্তন। কিন্তু ১৯৯৮ সালে 'সাওয়ান মে লাগ গয়ি আগ'-- রাতারাতি তাঁকে করে তোলে জনপ্রিয়। কিন্তু জনপ্রিয়তার সঙ্গী হয় বিতর্কও। এই বিতর্কই চরমে ওঠে যখন মিকার কোনও এক জন্মদিনে রাখীকে জোর করে ঠোঁটে চুম্বনের বিস্ফোরক অভিযোগ ওঠে মিকার বিরুদ্ধে। জন্মদিনের সেই ছবিও প্রকাশ পায় বিভিন্ন পত্র পত্রিকায়। এখানেই কিন্তু শেষ নয়!

এ হেন মিকা গাইতেন কীর্তন। কিন্তু ১৯৯৮ সালে 'সাওয়ান মে লাগ গয়ি আগ'-- রাতারাতি তাঁকে করে তোলে জনপ্রিয়। কিন্তু জনপ্রিয়তার সঙ্গী হয় বিতর্কও। এই বিতর্কই চরমে ওঠে যখন মিকার কোনও এক জন্মদিনে রাখীকে জোর করে ঠোঁটে চুম্বনের বিস্ফোরক অভিযোগ ওঠে মিকার বিরুদ্ধে। জন্মদিনের সেই ছবিও প্রকাশ পায় বিভিন্ন পত্র পত্রিকায়। এখানেই কিন্তু শেষ নয়!

4 / 6
২০১৫ সালে দিল্লিতে লাইভ কনসার্ট চলাকালীন আচমকাই এক চিকিৎসকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ভিডিয়োও ভাইরাল হয়। কেন তিনি চড় মেরেছিলেন সেই কারণ আজও অজানা তবে তা নিয়ে সে সময় বিস্তর জলঘোলা হয়েছিল। লোকসমাজে নিন্দিত হয়েছিলেন মিকা নিজেও।

২০১৫ সালে দিল্লিতে লাইভ কনসার্ট চলাকালীন আচমকাই এক চিকিৎসকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ভিডিয়োও ভাইরাল হয়। কেন তিনি চড় মেরেছিলেন সেই কারণ আজও অজানা তবে তা নিয়ে সে সময় বিস্তর জলঘোলা হয়েছিল। লোকসমাজে নিন্দিত হয়েছিলেন মিকা নিজেও।

5 / 6
তালিকা আরও লম্বা। সলমন খানের মতো তিনিও অভিযুক্ত ছিলেন 'হিট অ্যান্ড রান' মামলায়। এক অটোকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ঘটনায় আহত হন এক পথচারীও।

তালিকা আরও লম্বা। সলমন খানের মতো তিনিও অভিযুক্ত ছিলেন 'হিট অ্যান্ড রান' মামলায়। এক অটোকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ঘটনায় আহত হন এক পথচারীও।

6 / 6
তবে মিকার বিরুদ্ধে সবচেয়ে বিস্ফোরক অভিযোগ ওঠে ২০১৮ সালে। দুবাইয়ের মাটিতে এক নাবালিকাকে লাঞ্ছনার অভিযোগে তাঁকে যেতে হয় থানা অবধিও। ১৭ বছর বয়সী ব্রাজিলের ওই নাবালিকা অভিযোগ করেন মিকা তাঁকে অশ্লীল ছবি পাঠিয়েছেন। দুবাই পুলিশ গায়ককে আটক করে। চলে জিজ্ঞাসাবাদও। যদিও পরবর্তীতে মিকা রি অভিযোগ অস্বীকার করেছিলেন। তবু মিকা জনপ্রিয়। বিতর্ককে সঙ্গে নিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন আর কিছু দিনের মধ্যেই। পাবলিসিটি স্টান্ট নাকি সত্যিই খুঁজে পাবেন ভালবাসা? সে উত্তর সময়ই দেবে।

তবে মিকার বিরুদ্ধে সবচেয়ে বিস্ফোরক অভিযোগ ওঠে ২০১৮ সালে। দুবাইয়ের মাটিতে এক নাবালিকাকে লাঞ্ছনার অভিযোগে তাঁকে যেতে হয় থানা অবধিও। ১৭ বছর বয়সী ব্রাজিলের ওই নাবালিকা অভিযোগ করেন মিকা তাঁকে অশ্লীল ছবি পাঠিয়েছেন। দুবাই পুলিশ গায়ককে আটক করে। চলে জিজ্ঞাসাবাদও। যদিও পরবর্তীতে মিকা রি অভিযোগ অস্বীকার করেছিলেন। তবু মিকা জনপ্রিয়। বিতর্ককে সঙ্গে নিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন আর কিছু দিনের মধ্যেই। পাবলিসিটি স্টান্ট নাকি সত্যিই খুঁজে পাবেন ভালবাসা? সে উত্তর সময়ই দেবে।

Next Photo Gallery