Bangla News Photo gallery From Rajesh Khanna, amitabh bachchan to Kiara Advani, many Bollywood stars have taken new names in movies for various reasons
Real name-Bollywood Stars: অমিতাভ বচ্চন, চার খান সহ বলিউডের বহু তারকা বিভিন্ন কারণে সিনেমায় নিজেদের নাম পরিবর্তন করেছেন, তালিকাটা খুব ছোট নয়
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Jun 22, 2022 | 4:34 PM
Real name-Bollywood Stars: অমিতাভ বচ্চন বাবার দেওয়ার নাম পরিবর্তন করে সিনেমায় নতুন নাম নেন। একই কাজ করেন অক্ষয় কুমার, আমির খান, প্রীতি জিন্টা। কেউ সিনেমায় একই নামে অন্য নায়িকা থাকায়, বা আসল নাম সিনেমায় ঠিক যাচ্ছে না-এমন অনেক কারণ রয়েছে। কারণ যাই হোক বহু দিন ধরেই বলিউডের তারকাদের এই নাম পরিবর্তনের রীতি চলে আসছে।
1 / 19
মধুবালার আসল নাম মুমতাজ বেগম জেহান দেহলভি ছিল ছোটবেলায়। শিশুশিল্পী হিসেবে তাঁর নাম যেত 'বেবি মমতাজ'। রাজ কাপুরের 'নীল কমল' (১৯৪৭)ছবি পর্যন্ত তাঁর নাম মুমতাজই যেত। এই ছবি পর মুমতাজ থেকে হন মধুবালা।
2 / 19
অমিতাভ বচ্চনের পিতৃদত্ত নাম ইনকিলাব শ্রীবাস্তব। তাঁর বাবা হরিবংশরায় বচ্চনের দেওয়া নাম থেকে বিখ্যাত কবি সুমিত্রানন্দন পন্তের পরামর্শ অনুসারে তাঁর নাম পরিবর্তন করে অমিতাভ বচ্চন রাখেন।
3 / 19
রাজেশ খান্না আসল নাম ছিল যতিন খান্না। সিনেমাকে কেরিয়ার করবেন ঠিক করলে, তাঁর কাকা নাম পরিবর্তন করে দেন।
4 / 19
জিতেন্দ্রের আসল নাম রবি কাপুর। যখন তিনি ভি শান্তরামের ‘গীত গায়া পাlত্থোরোঁ নে’ (১৯৬৫) তে নায়ক হিসেবে ডেবিউ করেন, তখন তাঁকে তাঁর নাম পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়। অবশেষে রবিন্দর কাপুরের পরামর্শে রবি কাপুর নাম পরিবর্তন করে জিতেন্দ্র হন।
5 / 19
মিঠুন চক্রবর্তীর আসল নাম গৌরাঙ্গো চক্রবর্তী। সিনেমায় এই নাম বেমানান তাই পরিবর্তন করেন নাম। পরে তাঁকে ইন্ডাস্ট্রিতে ‘ডান্সিং স্টার’ও বলা হত।
6 / 19
পরিচালক শাওয়ন কুমার সঞ্জীব কুমারকে 'ননিহাল'-এর প্রস্তাব দেন। সঙ্গে হরিভাই জারিওয়ালা থেকে পরিবর্তন করে সঞ্জীব কুমার নাম রাখেন।
7 / 19
বলিউডের পারফেকশনিস্টের আসল নাম মোহম্মদ আমির হুসেন খান, যাকে তিনি ছোট করে আমির খান রেখেছেন সিনেমার জন্য।
8 / 19
শাহরুখ খান গত ২৩ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। সুপারস্টারের দিদিমা তাঁর নাম দিয়ে ছিলেন আব্দুল রশিদ খান। তিনি তাঁকে দত্তক নিয়েছিলেন এবং ৫ বছর বয়স পর্যন্ত তাঁর সঙ্গেই তিনি ছিলেন। পরে যখন এসআরকে তাঁর বাবা-মায়ের কাছে ফিরে আসেন তখন তাঁরা তাঁর নাম পরিবর্তন করে শাহরুখ খান রাখেন।
9 / 19
অনেকেই জানেন না যে 'বজরঙ্গি ভাইজান' অভিনেতা সলমন খানের আসল নাম আবদুল রশিদ সেলিম সলমন খান। তিনি তাঁর নাম ছোট করেছেন সিনেমায় আসার জন্য।
10 / 19
জন আব্রহামের আসল নাম ফারহান আব্রাহম। নাম বিভ্রাট না হওয়ার কারণেই তিনি নিজের নাম পরিবর্তন করেন। মডেলিং দিয়ে শুরু করে এখন তিনি অভিনেতা থেকে প্রযোজক হয়েছেন।
11 / 19
বলিউডের অ্যাকশন হিরো অক্ষয় কুমারের আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। এত বড় নামের জন্যই তিনি সিনেমার জন্য এই নাম বেছে নিয়েছেন।
12 / 19
তবস্সুম হাশমি আসল নাম ছিল অভিনেত্রী টাব্বুর। সিনেমার জন্য নাম পরিবর্তন করে এই নাম নেন ভুল ভুলাইয়া ২-এর মঞ্জুলিকা-অঞ্জুলিকার।
13 / 19
প্রীতম জিন্টা সিং। হ্যাঁ, এটাই আসল নাম ছিল প্রীতি জিন্টার। ছোটবেলায় টমবয় থাকায় তাঁর বাবা-মা এই নাম দেন। কিন্তু সিনেমায় এই নাম চলবে, তাই নাম পরিবর্তন।
14 / 19
দিল্লিতে বড় হয়েছেন অজয় দেবগণ। তখন তাঁর নাম ছিল বিশাল দেবগণ। প্রথম ছবি ফুল অউর কাঁটে-এর সময় নাম পরিবর্তন করেন।
15 / 19
সাইফের আসল নাম ছিল সাজিদ আলি খান। এমনকি কারিনা কাপুরের সঙ্গে তাঁর ম্যারেজ সার্টিফিকেটেও এই নামই রয়েছে। শুধু সিনেমার জন্য তিনি এই নাম ব্যবহার করেন।
16 / 19
ক্যাটরিনা কেট টারকোট, এটাই ছিল ভিকি কৌশলের স্ত্রীর নাম। এই নাম পরিবর্তন করেছেন কারণ এটি ভারতীয় শোনায় এবং সহজেই উচ্চারণ করা যায়।
17 / 19
ঋতু চৌধুরী ছিল আসল নাম মহিমা চৌধুরির। সুভাষ ঘাই তাঁর নাম পরিবর্তন করেন সিনেমার জন্য।
18 / 19
জয় হেমন্ত শ্রফ হচ্ছে আসল নাম টাইগার শ্রফের। এই নাম সিনেমায় চলবে না, তাই পরিবর্তন।
19 / 19
কিয়ারা আডবাণীর আসল নাম আলিয়া। ইন্ডাস্ট্রিতে আগেই আলিয়া ভাট রয়েছেন। তাই নাম বিভ্রাট যাতে না হয়, তাই নাম পরিবর্তন।