Bangla News Photo gallery From Shamshera to Dhaakad in 2022, one after another Bollywood big budget films has disappointed the audience
Bollywood Disappointment: ‘বড় ছবি ছোট আয়’, ২০২২ সালে বলিউডের কি এটাই মন্ত্র হয়ে দাঁড়াচ্ছে ?
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Jul 24, 2022 | 8:59 PM
Bollywood Disappointment: দক্ষিণের বড় বাজেট ছবি যেখানে ঝড় তুলছে সারা বিশ্বে, বলিউড ছবি সেখানে করছে হতাশ। বিশেষ করে বিগ বাজেটের ছবি একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে।
1 / 5
রণবীর কাপুর, বাণী কাপুর, এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘শামশেরা’ ২২শে জুলাই ২০২২-এ মুক্তি পেয়েছে। আশা করা হয়েছিল যে ছবিটি বক্স অফিসে ভাল ফল করবে, কিন্তু সেই আশা পূরণ হয়নি। ছবিটি ওপেনিংই খারাপ হয়েছে শুধু নয়, রিভিউ এবং নেতিবাচক প্রচারও হচ্ছে। উইকডেজে খুব ভাল ফল করবে সেই আশা আর নেই। সুতরাং দেখে মনে হচ্ছে ছবিটি বছরের আর একটি বড় ফ্লপ হতে চলেছে।
2 / 5
কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘ধাকড়’ এখনও পর্যন্ত নিঃসন্দেহে এই বছরের সবচেয়ে বড় ফ্লপ। খবর বলছে সিনেমাটিতে ৮৫ কোটি টাকা লগ্নি করা হয়েছিল। আর ছবি ব্যবসা করেছে মাত্র ২.৫৮ কোটি টাকা।
3 / 5
অক্ষয় কুমার অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’ও বক্স অফিসে ভাল করবে বলেই আশা করা হয়েছিল। কিন্তু, ছবিটি ফ্লপ হয়ে যায়। এখনও পর্যন্ত ছবির থেকে আয় হয়েছে ৬৮.০৫। যশরাজ ফিল্মস প্রথমবার এমন ঐতিহাসিক ছবিতে লগ্নি করেছিল। আর প্রথমেই এল বড় ধাক্কা।
4 / 5
অজয় দেবগন এবং অমিতাভ বচ্চন বলিউডের দুটি বড় নাম। ‘রানওয়ে ৩৪’ এই বছর ঈদে মুক্তি পেয়েছিল। সলমন খান না থাকায় প্রযোজক অজয় এই সময়টা নিয়েছিলেন ছবি মুক্তির জন্য। কিন্তু তারপরও ছবিটি বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে। এর মোট বক্স অফিস কালেকশন ৩২.৯৬ কোটি।
5 / 5
টাইগার শ্রফ, সিক্যুয়াল ফ্যাক্টর এবং এ আর রহমানের সঙ্গীত-এত কিছুর পরও ‘হিরোপান্তি ২’ ছবির কাহিনিতে তেমন কিছুই ছিল না যা দর্শককে আকৃষ্ট করবে। টাইগার শ্রফ, তারা সুতারিয়া এবং নওয়াজউদ্দিন অভিনীত ছবির মোট আয় ২৪.৪৫ কোটি।