AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Work From Home Destinations: কাজের পাশাপাশি প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করার এই আইডিয়াগুলো দেখে নিন…

প্যান্ডেমিক আমাদের অফিসে গিয়ে কাজ করার চল বদলে দিয়েছে। আপনি যেখানে খুশি থেকে কাজ করতে পারেন। সেই যেখানে খুশি থাকার জায়গাটা বাড়ির বদলে যদি সুন্দর একটা অন্য পরিবেশ হয়, তবে?

| Edited By: | Updated on: Sep 13, 2021 | 1:18 PM
Share
যদি পাহাড়ে যেতে ইচ্ছে হয়, তাহলে সেই ইচ্ছে দমিয়ে রাখা খুবই চাপের। আপনি যদি প্রকৃতির মাঝে কিছুটা সময় বিশ্রাম নিতে চান, তাহলে হিমাচল প্রদেশের জিবি একটি আদর্শ পছন্দ হবে।

যদি পাহাড়ে যেতে ইচ্ছে হয়, তাহলে সেই ইচ্ছে দমিয়ে রাখা খুবই চাপের। আপনি যদি প্রকৃতির মাঝে কিছুটা সময় বিশ্রাম নিতে চান, তাহলে হিমাচল প্রদেশের জিবি একটি আদর্শ পছন্দ হবে।

1 / 6
শিলং পেশাদারদের জন্য উপযুক্ত গন্তব্য। যারা দেশের উত্তর-পূর্বের এই অঞ্চলটি আবিষ্কার করতে চান বা ঘুরে দেখতে চান তাঁরা সারাদিনের কাজ সেরে দুপুরের শেষে বেরোতেই পারেন।

শিলং পেশাদারদের জন্য উপযুক্ত গন্তব্য। যারা দেশের উত্তর-পূর্বের এই অঞ্চলটি আবিষ্কার করতে চান বা ঘুরে দেখতে চান তাঁরা সারাদিনের কাজ সেরে দুপুরের শেষে বেরোতেই পারেন।

2 / 6
যদি সমুদ্র সৈকত জুড়ে ঢেউ আছড়ে পড়ে, তাহলে আপনাকে শান্তিতে কাজ করা থেকে কেউ আটকাতে পারবে না। এক্ষেত্রে ভারকলা সঠিক গন্তব্য। আরব সাগরের মুক্তা হিসাবে পরিচিত এই ভারকলা আপনার ওয়ার্ক ফ্রম বিচের জন্য নিখুঁত গন্তব্য।

যদি সমুদ্র সৈকত জুড়ে ঢেউ আছড়ে পড়ে, তাহলে আপনাকে শান্তিতে কাজ করা থেকে কেউ আটকাতে পারবে না। এক্ষেত্রে ভারকলা সঠিক গন্তব্য। আরব সাগরের মুক্তা হিসাবে পরিচিত এই ভারকলা আপনার ওয়ার্ক ফ্রম বিচের জন্য নিখুঁত গন্তব্য।

3 / 6
হিল স্টেশনের রানী, মুসুরি ২০১৫ সালে একটি ফ্রি ওয়াইফাই সিটি বলে নিজেকে ঘোষণা করেছিল। এই ব্যবস্থা একে দেশের সবচেয়ে পছন্দের দূরবর্তী কর্মস্থলগুলির মধ্যে একটি। শহরে সর্বনিম্ন ইন্টারনেট গতি ৫০ এমবিপিএস, যা ১০০ এমবিপিএস পর্যন্ত যেতে পারে।

হিল স্টেশনের রানী, মুসুরি ২০১৫ সালে একটি ফ্রি ওয়াইফাই সিটি বলে নিজেকে ঘোষণা করেছিল। এই ব্যবস্থা একে দেশের সবচেয়ে পছন্দের দূরবর্তী কর্মস্থলগুলির মধ্যে একটি। শহরে সর্বনিম্ন ইন্টারনেট গতি ৫০ এমবিপিএস, যা ১০০ এমবিপিএস পর্যন্ত যেতে পারে।

4 / 6
বন্যপ্রাণী প্রেমীদের জন্য আনন্দের বিষয়, মাসিনাগুড়িতে ইন্টারনেট পরিষেবা দুর্দান্ত। এই গন্তব্যে ওয়াইল্ড লাইফ হোমস্টে একটি সুন্দর বিকল্প। এই হোমস্টেগুলির বেশিরভাগই দ্রুত ইন্টারনেট সরবরাহ করে।

বন্যপ্রাণী প্রেমীদের জন্য আনন্দের বিষয়, মাসিনাগুড়িতে ইন্টারনেট পরিষেবা দুর্দান্ত। এই গন্তব্যে ওয়াইল্ড লাইফ হোমস্টে একটি সুন্দর বিকল্প। এই হোমস্টেগুলির বেশিরভাগই দ্রুত ইন্টারনেট সরবরাহ করে।

5 / 6
বেশিরভাগ কোম্পানি ভবিষ্যতের জন্য বাড়ি থেকে কাজ অব্যাহত রাখতে চলেছে। সুতরাং, এখনই কাসোলে আপনার জায়গা বুক করুন। এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জায়গা। শান্তির পরিবেশের পাশাপাশি এখানে সুন্দর ইন্টারনেট কানেকশনও রয়েছে।

বেশিরভাগ কোম্পানি ভবিষ্যতের জন্য বাড়ি থেকে কাজ অব্যাহত রাখতে চলেছে। সুতরাং, এখনই কাসোলে আপনার জায়গা বুক করুন। এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জায়গা। শান্তির পরিবেশের পাশাপাশি এখানে সুন্দর ইন্টারনেট কানেকশনও রয়েছে।

6 / 6