Bollywood Actors: শেহনাজ গিল থেকে তেজস্বী প্রকাশ– এই ৪ সুন্দরীর প্রথম উপার্জন শুনলে চমকে যাবেন!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 21, 2022 | 9:59 PM

Bollywood Actors: টেলিভিশনের হাত ধরেই যাত্রা শুরু তাঁদের। টেলিভিশনই দিয়েছে তাঁদের। এখন তাঁদের জীবন কাটে বিলাসিতায়। কিন্তু চিরকাল তো এমন ছিল না। টেলি দুনিয়ার চার সুন্দরীর প্রথম উপার্জন ছিল কত? এখনই বা কত আয় করেন তাঁরা? তাঁদের স্যালারির পরিমাণ শুনলে তাজ্জব হয়ে যাবেন।

1 / 5
টেলিভিশনের হাত ধরেই যাত্রা শুরু তাঁদের। টেলিভিশনই দিয়েছে তাঁদের। এখন তাঁদের জীবন কাটে বিলাসিতায়। কিন্তু চিরকাল তো এমন ছিল না। টেলি দুনিয়ার চার সুন্দরীর প্রথম উপার্জন ছিল কত? এখনই বা কত আয় করেন তাঁরা? তাঁদের স্যালারির পরিমাণ শুনলে তাজ্জব হয়ে যাবেন।

টেলিভিশনের হাত ধরেই যাত্রা শুরু তাঁদের। টেলিভিশনই দিয়েছে তাঁদের। এখন তাঁদের জীবন কাটে বিলাসিতায়। কিন্তু চিরকাল তো এমন ছিল না। টেলি দুনিয়ার চার সুন্দরীর প্রথম উপার্জন ছিল কত? এখনই বা কত আয় করেন তাঁরা? তাঁদের স্যালারির পরিমাণ শুনলে তাজ্জব হয়ে যাবেন।

2 / 5
প্রায় দশ বছর আগে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তেজস্বী। সে সময় তিনি পেতেন এপিসোড প্রতি ২৫ হাজার টাকা। কিন্তু এখন জীবন বদলেছে। একই সঙ্গে বদলেছে তাঁর উপার্জনের পরিমাণও। শোনা যাচ্ছে এই মুহূর্তে নাগিন ৬ ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি পাচ্ছেন এপিসোড প্রতি ২ লক্ষ টাকা।

প্রায় দশ বছর আগে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তেজস্বী। সে সময় তিনি পেতেন এপিসোড প্রতি ২৫ হাজার টাকা। কিন্তু এখন জীবন বদলেছে। একই সঙ্গে বদলেছে তাঁর উপার্জনের পরিমাণও। শোনা যাচ্ছে এই মুহূর্তে নাগিন ৬ ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি পাচ্ছেন এপিসোড প্রতি ২ লক্ষ টাকা।

3 / 5
শেহনাজ গিল নেটদুনিয়ায় জনপ্রিয় নাম। খুব শীঘ্রই বড় পর্দায় ডেবিউ করবেন তিনি। ছবিতে থাকবেন সলমন খানও। এ হেন শেহনাজ নাকি ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর মিউজিক ভিডিয়োর জন্য  পেয়েছিলেন ৭০ হাজার টাকা। আর এখন? শুনলে চোখ কপালে উঠবে। প্রতিটি বিজ্ঞাপনী কাজের জন্য শেহনাজ নাকি নেন ২৫ লক্ষ টাকা। সূত্র বলছে, এই মুহূর্তে শেহনাজে মোট সম্পত্তির পরিমাণ ২৯ কোটি টাকা।

শেহনাজ গিল নেটদুনিয়ায় জনপ্রিয় নাম। খুব শীঘ্রই বড় পর্দায় ডেবিউ করবেন তিনি। ছবিতে থাকবেন সলমন খানও। এ হেন শেহনাজ নাকি ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর মিউজিক ভিডিয়োর জন্য পেয়েছিলেন ৭০ হাজার টাকা। আর এখন? শুনলে চোখ কপালে উঠবে। প্রতিটি বিজ্ঞাপনী কাজের জন্য শেহনাজ নাকি নেন ২৫ লক্ষ টাকা। সূত্র বলছে, এই মুহূর্তে শেহনাজে মোট সম্পত্তির পরিমাণ ২৯ কোটি টাকা।

4 / 5
প্রথম যখন কাজ শুরু করেছিলেন তখন পেতেন ১৫ হাজার টাকা। আর এখন হিন্দি সিরিয়ালের টিআরপি বলছে রূপালী গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক 'অনুপমা'ই তালিকায় এগিয়ে। তাই লাফিয়ে বেড়েছে তার বেতনও। এপিসোড প্রতি অভিনেত্রী এখন পান ৩ লক্ষ টাকা।

প্রথম যখন কাজ শুরু করেছিলেন তখন পেতেন ১৫ হাজার টাকা। আর এখন হিন্দি সিরিয়ালের টিআরপি বলছে রূপালী গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক 'অনুপমা'ই তালিকায় এগিয়ে। তাই লাফিয়ে বেড়েছে তার বেতনও। এপিসোড প্রতি অভিনেত্রী এখন পান ৩ লক্ষ টাকা।

5 / 5
এই মুহূর্তে এপিসোড প্রতি ৩ লক্ষ টাকা পান শ্বেতা তিওয়ারি। শোনা যায়, একতা কাপুর প্রযোজিত 'কসৌটি জিন্দেগি কি'র জন্য তাঁকে দেওয়া হয়েছিল মোট ৫ লক্ষ টাকা। এই মুহূর্তে তাঁর বার্ষিক আয় ১০ কোটি টাকা।

এই মুহূর্তে এপিসোড প্রতি ৩ লক্ষ টাকা পান শ্বেতা তিওয়ারি। শোনা যায়, একতা কাপুর প্রযোজিত 'কসৌটি জিন্দেগি কি'র জন্য তাঁকে দেওয়া হয়েছিল মোট ৫ লক্ষ টাকা। এই মুহূর্তে তাঁর বার্ষিক আয় ১০ কোটি টাকা।

Next Photo Gallery