মুখে স্বীকার করেন না, অথচ সম্পর্কে রয়েছেন যে সব বলি কাপল

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 29, 2021 | 11:39 PM

তালিকায় রয়েছেন কারা? এক ঝলকে দেখে নেওয়া যাক...

1 / 7
প্রেম করছেন তাঁরা, মুখে স্বীকার না করলেও বলিউডের গুঞ্জন বলছে তেমনই। পরিবারও অস্বীকার করেনি সম্পর্ক। তালিকায় রয়েছেন কারা? এক ঝলকে দেখে নেওয়া যাক...

প্রেম করছেন তাঁরা, মুখে স্বীকার না করলেও বলিউডের গুঞ্জন বলছে তেমনই। পরিবারও অস্বীকার করেনি সম্পর্ক। তালিকায় রয়েছেন কারা? এক ঝলকে দেখে নেওয়া যাক...

2 / 7
কিয়ারা-সিদ্ধার্থ- বলিউডের অন্যতম হট অ্যান্ড হ্যাপেনিং জুটি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্র। একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে তাঁদের। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে স্পিকটি নট।

কিয়ারা-সিদ্ধার্থ- বলিউডের অন্যতম হট অ্যান্ড হ্যাপেনিং জুটি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্র। একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে তাঁদের। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে স্পিকটি নট।

3 / 7
কপিল শর্মার শো'য়ে এসে ফাঁস করেই দিয়েছিলেন অক্ষয় কুমার। কোনওমতে মেকআপ করেছেন কিয়ারা।

কপিল শর্মার শো'য়ে এসে ফাঁস করেই দিয়েছিলেন অক্ষয় কুমার। কোনওমতে মেকআপ করেছেন কিয়ারা।

4 / 7
সব মিলিয়ে বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে ভিক্যাট যে কোনও ফাঁক রাখতে নারাজ, তা টের পাওয়াই যায়।

সব মিলিয়ে বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে ভিক্যাট যে কোনও ফাঁক রাখতে নারাজ, তা টের পাওয়াই যায়।

5 / 7
তিনি হর্ষবর্ধন কাপুর, অনিল কাপুরের ছেলে। এক চ্যাট শো'য়ে ভিকি-ক্যাটের কথা ফাঁস করেন তিনি।

তিনি হর্ষবর্ধন কাপুর, অনিল কাপুরের ছেলে। এক চ্যাট শো'য়ে ভিকি-ক্যাটের কথা ফাঁস করেন তিনি।

6 / 7
টাইগার শ্রফ আর দিশা পাটানির প্রেমের কথা ইন্ডাস্ট্রির কে না জানে, দুজনের বাড়িতেই দুজনের অবাধ যাতায়াত। যদিও মিডিয়ার সামনেই তাঁরা শুধুই গুড ফ্রেন্ড।

টাইগার শ্রফ আর দিশা পাটানির প্রেমের কথা ইন্ডাস্ট্রির কে না জানে, দুজনের বাড়িতেই দুজনের অবাধ যাতায়াত। যদিও মিডিয়ার সামনেই তাঁরা শুধুই গুড ফ্রেন্ড।

7 / 7
ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়েছিলেন কেএলরাহুল। সঙ্গে ছিলেন আথিয়াও। যদিও একসঙ্গে ছবি শেয়ার করেননি তাঁরা। আথিয়া-রাহুলের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন আথিয়ার বাবা সুনীল শেট্টিও। তিনি জানিয়েছেন দুজনকে একসঙ্গে মানায় ভাল।

ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়েছিলেন কেএলরাহুল। সঙ্গে ছিলেন আথিয়াও। যদিও একসঙ্গে ছবি শেয়ার করেননি তাঁরা। আথিয়া-রাহুলের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন আথিয়ার বাবা সুনীল শেট্টিও। তিনি জানিয়েছেন দুজনকে একসঙ্গে মানায় ভাল।

Next Photo Gallery