Unique Smartphones of 2021: ফ্লিপ থেকে শুরু করে ফোল্ডেবল, এক নজরে দেখে নিন ২০২১-এর কিছু নতুন ধরনের স্মার্টফোন
TV9 Bangla Digital | Edited By: megha
Sep 08, 2021 | 4:32 PM
২০২১-এ কিছু অদ্ভুত ধরনের স্মার্টফোন বাজারে দেখা গিয়েছে। ফ্লিপ থেকে শুরু করে ফোল্ডেবল। অনেক রকমের স্মার্টফোন আবার লঞ্চও করছে বছরের শেষের দিকে। এক নজরে দেখে নিন তাদের ছবি...
1 / 6
Poco F3 GT: একটি সাশ্রয়ী মূল্যের গেমিং ফোন। এতে উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য ফিজিক্যাল ম্যাগলেভ ট্রিগার বাটন আছে। ফোনটির ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ৬ জিবি র্যাম এবং ৫,০৬০ এমএএইচ ব্যাটারি (৬৭ ওয়াট ফাস্ট চার্জিং) আছে।
2 / 6
Mi 11 Ultra: এর পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড এঙ্গেল সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং ১২০ ডিজিটাল জুম সহ ৪৮ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স আছে। এর দাম প্রায় ৭০,০০০ টাকা।
3 / 6
Razr 5G: ২০০০-এর দশকের শুরুতে যেসব আইকনিক ফ্লিপ ফোনগুলি ছিল সেই নকশা ফিরিয়ে এনেছে মটোরোলা। কুইক ভিউ ডিসপ্লে এটিকে নতুন স্যামসাং ফোল্ডেবলগুলির চেয়ে বেশি কার্যকর করে তোলে। এর দাম ৮৯,৯৯৯ টাকা।
4 / 6
Samsung Galaxy Z Fold E: একটি গুজব শোনা যাচ্ছে যে স্যামসাং আরও সাশ্রয়ী মূল্যের ফোল্ডিং ফোন বাজারে আনতে চলেছে। আর সেই জন্যই গ্যালাক্সি জেড ফোল্ড ই। জেড ফ্লিপের মতো একটি ছোট বাহ্যিক ডিসপ্লে সহ এই ফোল্ডেবেল মডেল আত্মপ্রকাশ করছে।
5 / 6
Google Pixel Fold: বাজারে ফোল্ডেবল ফোনের আধিক্যের জন্য শোনা যাচ্ছে গুগলের তরফ থেকে ৭.৬-ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে।
6 / 6
Nokia X50: পাঁচটি ক্যামেরা সহ নোকিয়া ৮.৩ খুব তাড়াতাড়িই লঞ্চ করতে চলেছে এবং সম্ভবত এটি নোকিয়া X50 নামে পরিচিত হবে। এতে একটা ৬.৫ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। স্ন্যাপড্রাগন ৭০০ সিরিজের হার্ডওয়্যারের পাশাপাশি এতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।