Diabetes Prevention: দেখে নিন কোন কোন ফল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Sep 28, 2021 | 9:41 AM
ডায়াবেটিস আমাদের শারীরিক সমস্যাগুলর মধ্যে অন্যতম প্রধান একটা সমস্যা। এই ডায়াবেটিসের জন্য চিকিৎসার পাশপাশি ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখে নিন কোন কোন ফল খেলে ডায়েবটিস থেকে নিরাময় সম্ভব...
1 / 6
আপেল: আপেল শুধু পুষ্টিকরই নয়, একটি গবেষণায় দেখা গেছে, সঠিকভাবে সেবন করলে আপেল টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে। প্রতিদিন আপেল খেলে ডাক্তারের থেকে দূরে থাকার বিজ্ঞাপনটা খুব একটা ভুল নয়।
2 / 6
বেরি: ডায়াবেটিস থেকে মুক্তির জন্য বেরি একটা দারুণ ভাল ফল। আপনি ব্ল্যাকবেরি, ব্লুবেরি বা স্ট্রবেরির মধ্যে যা খুশি বেছে নিতে পারেন। এগুলি সবই অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং ফাইবার দিয়ে ভাড়া থাকে।
3 / 6
কিউই: ভিটামিন ই, কে এবং পটাসিয়ামের একটি চমৎকার উৎস। এগুলির মধ্যে শর্করার পরিমাণও কম থাকে, যা একে একটি নিখুঁত ডায়াবেটিস-বান্ধব ফলে পরিণত করেছে।
4 / 6
পেঁপে: এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি নিখুঁত পছন্দ। এটি আমাদের কোষকে ভবিষ্যৎ ক্ষয়ের সম্ভাবনা থেকে রক্ষা করে।
5 / 6
অ্যাভোকাডো: স্বাস্থ্যকর চর্বি এবং ২০ টিরও বেশি ভিটামিনের পাশপাশি অ্যাভোকাডো খনিজেরও একটি দুর্দান্ত উৎস। এগুলিতে ফাইবারের পরিমাণও বেশি থাকে এবং এটি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে।
6 / 6
কমলালেবু: এই সাইট্রাস ফলটি ফাইবারে পরিপূর্ণ যা রক্ত প্রবাহে চিনির শোষণ কমাতে সাহায্য করে। এছাড়াও, এর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।