ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ফুটবলারদের ওয়াগসরা ইন্সটাগ্রামে রীতিমতো জনপ্রিয়। তবে ইপিএল (EPL) তারকা ফুটবলারদের ওয়াগসদের মধ্যে ইন্সটাগ্রামে ফলোয়ারের দিক থেকে শীর্ষে রয়েছেন ম্যান ইউয়ের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রড্রিগেজ। এই তালিকায় প্রথম ৫-এর মধ্যে রয়েছেন ডেলে আলির বান্ধবী থেকে শুরু করে অ্যালেক্স অক্সালেড চেম্বারলিনের বান্ধবীও।
ইপিএল তারকাদের ওয়াগসদের মধ্যে ইন্সটাগ্রামে সব চেয়ে বেশি ফলোয়ার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মডেল বান্ধবী জর্জিনা রড্রিগেজ (Georgina Rodriguez)। ইন্সটাগ্রামে তাঁকে ৩৮.৯ মিলিয়ন মানুষ ফলো করেন। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)
এই তালিকায় দুই নম্বরে রয়েছে লিভারপুলের তারকা ফুটবলার অ্যালেক্স অক্সালেড-চেম্বারলিনের বান্ধবী পেরি এডওয়ার্ডস (Perrie Edwards)। ২০১৬ সাল থেকে অ্যালেক্স ও পেরি ডেট করছেন। ইন্সটাগ্রামে পেরির ফলোয়ার হল ১৫.৪ মিলিয়ন। (ছবি-পেরি এডওয়ার্ডস)
অ্যাস্টন ভিলার তারকা ফুটবলার ডগলাস লুইসের বান্ধবী আলিশা লেম্যানও (Alisha Lehmann) ফুটবল খেলেন। অ্যাস্টন ভিলার মহিলা দলের সদস্য তিনি। ইন্সটাগ্রামে ৭.৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর। (ছবি-আলিশা লেম্যান)
ডাচ বংশোদ্ভুত কিন্ডি কিম্বার্লির (Cindy Kimberly) সঙ্গে ডেট করছেন এভার্টনের তারকা ফুটবলার ডেলে আলি। কিন্ডির ইন্সটাগ্রামে রয়েছে ৭ মিলিয়ন ফলোয়ার। (ছবি-কিন্ডি কিম্বার্লি)
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশাপাশি ম্যান ইউয়ের অ্যান্থনি মার্সিয়ালের বান্ধবী মেলানি মার্সিয়ালের (Melanie Martial) ইন্সটা ফলোয়ারও বেশ নজর কাড়া। মেলানির ইন্সটা ফলোয়ার ৩.৭ মিলিয়ন। (ছবি-মেলানি মার্সিয়াল)