Gerard Pique: বার্সার হয়ে শেষ ম্যাচ, চোখের জলে ন্যু ক্যাম্পকে বিদায় পিকের
TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji
Updated on: Nov 06, 2022 | 2:33 PM
শনিবার রাতে বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন জেরার্ড পিকে। লা লিগায় বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচ ছিল আলমেরিয়ার। পিকের বিদায়ী ম্যাচ ২-০ গোলে জিতে নিয়েছে বার্সেলোনা। গোল করলেন ওসমানে ডেম্বেলে এবং ফ্রেঙ্কি ডি জং।
Nov 06, 2022 | 2:33 PM
শনিবার রাতে বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন জেরার্ড পিকে। লা লিগায় বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচ ছিল আলমেরিয়ার। পিকের বিদায়ী ম্যাচ ২-০ গোলে জিতে নিয়েছে বার্সেলোনা। গোল করলেন ওসমানে ডেম্বেলে এবং ফ্রেঙ্কি ডি জং। (ছবি:টুইটার)
শেষ ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরে নামেন পিকে।(ছবি:টুইটার)
ম্যাচের ৮৫ মিনিটে জেরার্ডকে তুলে নেন কোচ জাভি। শেষবারের মতো মাঠ ছাড়ার আগে আবেগে ভাসলেন সতীর্থরা।(ছবি:টুইটার)
ম্যাচ শেষে কান্নায় ভাসলেন পিকে। বিদায়ী ভাষণে বললেন, "এই শহরেই আমার জন্ম। এখানেই জীবনের অন্তিম দিন পর্যন্ত কাটাবো।"(ছবি:টুইটার)
আবেগী পিকে বললেন, "এটা আমার ফেয়ারওয়েল নয়। আমি এখানে ছিলাম, এখানেই থাকব।"(ছবি:টুইটার)
কেরিয়ারের শেষদিনে পাশে পেলেন পরিবারকে। প্রাক্তন বান্ধবী শাকিরা অনুপস্থিত ছিলেন। তবে দুই ছেলে ন্যু ক্যাম্পে উপস্থিত ছিল। (ছবি:টুইটার)