UEFA Women’s EURO Cup 2022: স্পেনকে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে জার্মানি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 13, 2022 | 2:19 PM

মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) গ্রুপ-বি-র ম্যাচে স্পেনকে (Spain) ২-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল জার্মানি (Germany)। স্পেনের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল জার্মানির মেয়েদের। ম্যাচের ৩ ও ৩৬ মিনিটে জার্মানির হয়ে গোল করেন ক্লারা বুল ও আলেকজান্দ্রা পপ।

1 / 5
মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) গ্রুপ-বি-র ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল জার্মানি। স্পেনের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে ৩ ও ৩৬ মিনিটে দুটি গোল জার্মানির মেয়েদের। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) গ্রুপ-বি-র ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল জার্মানি। স্পেনের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে ৩ ও ৩৬ মিনিটে দুটি গোল জার্মানির মেয়েদের। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

2 / 5
ম্যাচের বয়স যখন মাত্র ৩ মিনিট সেই সময় জার্মানির হয়ে প্রথম গোল ক্লারা বুলের (Klara Bühl)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

ম্যাচের বয়স যখন মাত্র ৩ মিনিট সেই সময় জার্মানির হয়ে প্রথম গোল ক্লারা বুলের (Klara Bühl)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

3 / 5
এরপর ম্যাচের ৩৬ মিনিটের মাথায় জার্মানির হয়ে গোল ব্যবধান বাড়ান আলেকজান্দ্রা পপ (Alexandra Popp)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

এরপর ম্যাচের ৩৬ মিনিটের মাথায় জার্মানির হয়ে গোল ব্যবধান বাড়ান আলেকজান্দ্রা পপ (Alexandra Popp)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

4 / 5
ব্রেন্টফোর্ট কমিউনিটি স্টেডিয়ামে স্পেনকে হারিয়ে গ্রুপ-বি-র শীর্ষে রয়েছে জার্মানি। ২ ম্যাচের পর তাদের পয়েন্ট আপাতত ৬। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

ব্রেন্টফোর্ট কমিউনিটি স্টেডিয়ামে স্পেনকে হারিয়ে গ্রুপ-বি-র শীর্ষে রয়েছে জার্মানি। ২ ম্যাচের পর তাদের পয়েন্ট আপাতত ৬। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

5 / 5
স্পেনকে হারিয়ে মেয়েদের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে জার্মানি। শনিরাতে এ বার ফিনল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে জার্মানি। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

স্পেনকে হারিয়ে মেয়েদের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে জার্মানি। শনিরাতে এ বার ফিনল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে জার্মানি। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো কাপ টুইটার)

Next Photo Gallery