Geyser Use: শীতে গিজার তো লাগবেই, শুধু মানুন এই নিয়ম, আগুন ধরবে না মেশিনে

Geyser Use: দীর্ঘক্ষণ গিজার চললে বয়লারে অতিরিক্ত চাপ পড়ে। এর ফলে বয়লার ফুটো হয়ে যায়। যদি লিকেজ হয়, তাহলে মেশিন অন বা অফ করার সময় কারেন্ট শক লাগতে পারে, যার কারণে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে।

| Updated on: Nov 06, 2024 | 1:08 PM
শীতকাল প্রায় এসেই গিয়েছে। ভোরবেলায় বইছে শিরশিরে হিমেল হাওয়া। ডিসেম্বরের মধ্যেই জাঁকিয়ে পড়বে শীত। এই শীতে অনেকেরই বড় সমস্যা স্নানের।

শীতকাল প্রায় এসেই গিয়েছে। ভোরবেলায় বইছে শিরশিরে হিমেল হাওয়া। ডিসেম্বরের মধ্যেই জাঁকিয়ে পড়বে শীত। এই শীতে অনেকেরই বড় সমস্যা স্নানের।

1 / 6
কনকনে ঠান্ডা জলে স্নান করতে হবে, এ কথা ভেবেই জ্বর আসে অনেকের। এদিকে স্নান না করলে তো গা থেকে গন্ধ বেরবে। অগ্যতা উপায়, গিজার।

কনকনে ঠান্ডা জলে স্নান করতে হবে, এ কথা ভেবেই জ্বর আসে অনেকের। এদিকে স্নান না করলে তো গা থেকে গন্ধ বেরবে। অগ্যতা উপায়, গিজার।

2 / 6
তবে জানেন কী যে এসির মতো গিজারও বিস্ফোরণ হতে পারে। অনেক সময়ই গিজার চালিয়ে, স্নান শেষের পর তা অফ করতে ভুলে যান। এর কারণেই মূলত বিস্ফোরণ হয়।

তবে জানেন কী যে এসির মতো গিজারও বিস্ফোরণ হতে পারে। অনেক সময়ই গিজার চালিয়ে, স্নান শেষের পর তা অফ করতে ভুলে যান। এর কারণেই মূলত বিস্ফোরণ হয়।

3 / 6
যদি ঘণ্টার পর ঘণ্টা গিজার চলে, তবে মেশিন অতিরিক্ত গরম হয়ে গিয়ে বিস্ফোরণ হতে পারে।

যদি ঘণ্টার পর ঘণ্টা গিজার চলে, তবে মেশিন অতিরিক্ত গরম হয়ে গিয়ে বিস্ফোরণ হতে পারে।

4 / 6
দীর্ঘক্ষণ গিজার চললে বয়লারে অতিরিক্ত চাপ পড়ে। এর ফলে বয়লার ফুটো হয়ে যায়। যদি লিকেজ হয়, তাহলে মেশিন অন বা অফ করার সময় কারেন্ট শক লাগতে পারে, যার কারণে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে।

দীর্ঘক্ষণ গিজার চললে বয়লারে অতিরিক্ত চাপ পড়ে। এর ফলে বয়লার ফুটো হয়ে যায়। যদি লিকেজ হয়, তাহলে মেশিন অন বা অফ করার সময় কারেন্ট শক লাগতে পারে, যার কারণে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে।

5 / 6
বিপদ এড়াতে স্নানের সময় গিজার ব্যবহারের পরই তা বন্ধ করে দিন। নয়তো স্নানে ঢোকার আগেই গিজার অন করে জল গরম করে নিন এবং বাথরুমে ঢোকার আগে তা বন্ধ করে দিন। এতে বিদ্যুতও সাশ্রয় হবে, আর বিপত্তিও এড়ানো যাবে।

বিপদ এড়াতে স্নানের সময় গিজার ব্যবহারের পরই তা বন্ধ করে দিন। নয়তো স্নানে ঢোকার আগেই গিজার অন করে জল গরম করে নিন এবং বাথরুমে ঢোকার আগে তা বন্ধ করে দিন। এতে বিদ্যুতও সাশ্রয় হবে, আর বিপত্তিও এড়ানো যাবে।

6 / 6
Follow Us: