TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Jan 17, 2023 | 7:30 PM
দেশীয় কোম্পানি Gizmore তাদের নতুন স্মার্টওয়াচ Gizmore Blaze Max লঞ্চ করেছে। এটি একটি বাজেট স্মার্টওয়াচ। এটিতে একটি বড় 1.85-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এর সঙ্গে ব্লুটুথ কলিং এর ফিচারও রয়েছে। আসুন জেনে নেওয়া যাক স্মার্টওয়াচটির বাকি স্পেসিফিকেশন এবং ফিচার।
Gizmore Blaze Max কোম্পানির ওয়েবসাইটে 1,499 টাকায় লঞ্চ হয়েছে। এটি এখন ফ্লিপকার্ট থেকে Gizmore Blaze Max স্মার্টওয়াচটি 1,199 টাকায় কেনা যাবে। এটি ধূসর, কালো এবং বারগান্ডি রঙের অপশনে লঞ্চ করা হয়েছে।
এই নতুন স্মার্টওয়াচে রয়েছে 1.85-ইঞ্চি আয়তক্ষেত্রাকার IPS LCD ডিসপ্লে যা 450nits পর্যন্ত উজ্জ্বলতা সাপোর্ট করে। এই স্মার্টওয়াচে অনেক স্পোর্টস মোড দেওয়া হয়েছে। আরও ভাল স্বাস্থ্য ট্র্যাকিংয়ের জন্য স্মার্টওয়াচে JYOU PRO দেওয়া হয়েছে।
কোম্পানি দাবি করেছে যে এটি এক চার্জে 15 দিন চালানো যাবে। স্টেপ কাউন্টার, ব্লাড অক্সিজেন ট্র্যাকার, ক্যালোরি বার্ন, হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকার এবং ব্লাড অক্সিজেন, স্লিপ মনিটর এবং স্ট্রেস মনিটরের সেন্সরের মতো অনেক ফিচারও এই ঘড়িতে দেওয়া হয়েছে।
মহিলাদের জন্য়ও একটি বিশেষ ফিচার আছে এই স্মার্টওয়াচে। মহিলারা এই Gizmore Blaze Max স্মার্টওয়াচের মাধ্য়মে পিরিয়ড ট্র্যাক করতে পারবেন। এর সঙ্গে এতে স্ট্রেস মনিটরও রয়েছে। এছাড়া এই ঘড়িতে ক্যালকুলেটর এবং মিনি গেমসও দেওয়া আছে।
Gizmore Blaze Max স্মার্টওয়াচটিতে ব্লুটুথ কলিং সুবিধা এবং বিটি মিউজিক রয়েছে। কলিং এবং মেসেজিং সহ অনেক ধরণের ফিচার এতে উপলব্ধ। এতে কল মিউট, আনমিউট, ফোনে কল সুইচের মতো ফিচার রয়েছে।