AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

2025 Military Strength Ranking: পাকিস্তান-বাংলাদেশের সঙ্গে ভারতের এই মুহূর্তে যুদ্ধ হলে কী অবস্থা হবে জানেন?

2025 Military Strength Ranking: এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর মোট জওয়ানের সংখ্যা ৫১,৩৭,৫৫০ জন। অ্যাক্টিভ ফোর্স রয়েছে ১৪,৫৫,৫৫০। রিজার্ভ ফোর্স রয়েছে ১১,৫৫,০০০ জন।

| Updated on: Jan 23, 2025 | 6:46 PM
Share
অর্থনীতির দিক থেকে এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। আর সামরিক শক্তির দিক থেকে আরও উপরে। ক্রমেই বিশ্বের শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে আরও উপরের দিকে উঠে চলেছে ভারত। সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স'।

অর্থনীতির দিক থেকে এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। আর সামরিক শক্তির দিক থেকে আরও উপরে। ক্রমেই বিশ্বের শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে আরও উপরের দিকে উঠে চলেছে ভারত। সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স'।

1 / 8
সামরিক শক্তির দিক থেকে কোন দেশ কতটা এগিয়ে, তার ভিত্তিতে একটা তালিকা প্রকাশ করেছে সংস্থা। যেখানে দেখা যাচ্ছে সামরিক শক্তির দিক থেকে চতুর্থ সবচেয়ে বড় দেশ ভারত। এই তালিকার একদম শীর্ষে রয়েছে আমেরিকা।

সামরিক শক্তির দিক থেকে কোন দেশ কতটা এগিয়ে, তার ভিত্তিতে একটা তালিকা প্রকাশ করেছে সংস্থা। যেখানে দেখা যাচ্ছে সামরিক শক্তির দিক থেকে চতুর্থ সবচেয়ে বড় দেশ ভারত। এই তালিকার একদম শীর্ষে রয়েছে আমেরিকা।

2 / 8
দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, তৃতীয় স্থানে রয়েছে চিন। এবং চতুর্থ স্থানেই রয়েছে ভারত। ভারতের পরে পঞ্চম স্থানেই রয়েছে দক্ষিণ কোরিয়া এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। সেখানে গত বছর প্রথম দশের মধ্যে থাকলেও এবারে 'টপ ১০' জায়গা হয়নি পাকিস্তানের। প্রথম ৩০ মধ্যেও নেই বাংলাদেশ।

দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, তৃতীয় স্থানে রয়েছে চিন। এবং চতুর্থ স্থানেই রয়েছে ভারত। ভারতের পরে পঞ্চম স্থানেই রয়েছে দক্ষিণ কোরিয়া এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। সেখানে গত বছর প্রথম দশের মধ্যে থাকলেও এবারে 'টপ ১০' জায়গা হয়নি পাকিস্তানের। প্রথম ৩০ মধ্যেও নেই বাংলাদেশ।

3 / 8
সামরিক শক্তির ভিত্তিতে পাকিস্তানের স্থান ১২ নম্বরে। পাওয়ার ইনডেক্স অনুসারে পাকিস্তান পেয়েছে ০.২৫১৩ নম্বর। ভারতের নম্বর ০.১১৮৪। বাংলাদেশ যে কোথায় তা খুঁজে পাওয়াই দুষ্কর। তালিকা অনুসারে বাংলাদেশ রয়েছে ৩৫ নম্বরে।

সামরিক শক্তির ভিত্তিতে পাকিস্তানের স্থান ১২ নম্বরে। পাওয়ার ইনডেক্স অনুসারে পাকিস্তান পেয়েছে ০.২৫১৩ নম্বর। ভারতের নম্বর ০.১১৮৪। বাংলাদেশ যে কোথায় তা খুঁজে পাওয়াই দুষ্কর। তালিকা অনুসারে বাংলাদেশ রয়েছে ৩৫ নম্বরে।

4 / 8
এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর মোট জওয়ানের সংখ্যা ৫১,৩৭,৫৫০ জন। অ্যাক্টিভ ফোর্স রয়েছে ১৪,৫৫,৫৫০। রিজার্ভ ফোর্স রয়েছে ১১,৫৫,০০০ জন। প্যারামিলেটারি ফোর্স রয়েছে ২৫,২৭,০০০জন।

এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর মোট জওয়ানের সংখ্যা ৫১,৩৭,৫৫০ জন। অ্যাক্টিভ ফোর্স রয়েছে ১৪,৫৫,৫৫০। রিজার্ভ ফোর্স রয়েছে ১১,৫৫,০০০ জন। প্যারামিলেটারি ফোর্স রয়েছে ২৫,২৭,০০০জন।

5 / 8
সমুদ্রের বুকে দাঁড়িয়ে ভারতকে রক্ষা করার জন্য আছেন ১,৪২,২৫২ জন নৌসেনা কর্মী। ভারতীয় নৌসেনার মোট অ্যাসেটের পরিমাণ ২৬৩। এয়ার ক্র্যাফট কেরিয়ার রয়েছে ২টি। ডুবোজাহাজ আছে ১৮টি। ডেস্ট্রয়ার আছে ১৩টি। ফ্রিগেট আছে ১৪টি। কর্ভেট রয়েছে ১৮টি। এছাড়াও পেট্রোল ভেসেল রয়েছে ১৩৫টি।

সমুদ্রের বুকে দাঁড়িয়ে ভারতকে রক্ষা করার জন্য আছেন ১,৪২,২৫২ জন নৌসেনা কর্মী। ভারতীয় নৌসেনার মোট অ্যাসেটের পরিমাণ ২৬৩। এয়ার ক্র্যাফট কেরিয়ার রয়েছে ২টি। ডুবোজাহাজ আছে ১৮টি। ডেস্ট্রয়ার আছে ১৩টি। ফ্রিগেট আছে ১৪টি। কর্ভেট রয়েছে ১৮টি। এছাড়াও পেট্রোল ভেসেল রয়েছে ১৩৫টি।

6 / 8
ভারতের বায়ুসেনার জওয়ান রয়েছেন ৩,১০,৫৭৫ জন। বায়ুসেনার কাছে মোট বিমান আছে ২,২২৯টি। ফাইটার বিমান আছে ৫১৩টি। অ্যাটাক টাইপ বিমান ১৩০টি। স্পেশাল মিশনের জন্য বিমান আছে ৭৪টি। প্রশিক্ষণের জন্য বিমান রয়েছে ৩৫১টি। অ্যাটাকিং হেলিকপ্টার আছে ৮০টি। এছাড়াও আছে ৮৯৯টি হেলিকপ্টার, যা নানা কাজে ব্যবহার করা হয়। রয়েছে ট্যাঙ্কার ফ্লিট এবং ট্রান্সপোর্ট বিমানও।

ভারতের বায়ুসেনার জওয়ান রয়েছেন ৩,১০,৫৭৫ জন। বায়ুসেনার কাছে মোট বিমান আছে ২,২২৯টি। ফাইটার বিমান আছে ৫১৩টি। অ্যাটাক টাইপ বিমান ১৩০টি। স্পেশাল মিশনের জন্য বিমান আছে ৭৪টি। প্রশিক্ষণের জন্য বিমান রয়েছে ৩৫১টি। অ্যাটাকিং হেলিকপ্টার আছে ৮০টি। এছাড়াও আছে ৮৯৯টি হেলিকপ্টার, যা নানা কাজে ব্যবহার করা হয়। রয়েছে ট্যাঙ্কার ফ্লিট এবং ট্রান্সপোর্ট বিমানও।

7 / 8
আর্মি বা স্থল সেনাতে রয়েছেন ২১,৯৭,১১৭জন জওয়ান। স্থল সেনার কাছের মোট অত্যাধুনিক ট্যাঙ্ক আছে ৪,২০১টি। নানা কাজের জন্য গাড়ি রয়েছে ১,৪৮,৫৯৪টি। সেলফ প্রপেলড বা স্বয়ংক্রিয় আর্টিলারি আছে ১০০টি। টেনে নিয়ে যেতে হয় বা টোওড আর্টিলারি আছে ৩,৯৭৫টি। এছাড়াও এমএলআরএস লকেট লঞ্ছার আছে ২৬৪টি। রয়েছে আরও অনেক অত্যাধুনিক অস্ত্র শস্ত্র, মিসাইল থেকে শুরু করে আরও অনেক কিছু। (সব ছবি -PTI)

আর্মি বা স্থল সেনাতে রয়েছেন ২১,৯৭,১১৭জন জওয়ান। স্থল সেনার কাছের মোট অত্যাধুনিক ট্যাঙ্ক আছে ৪,২০১টি। নানা কাজের জন্য গাড়ি রয়েছে ১,৪৮,৫৯৪টি। সেলফ প্রপেলড বা স্বয়ংক্রিয় আর্টিলারি আছে ১০০টি। টেনে নিয়ে যেতে হয় বা টোওড আর্টিলারি আছে ৩,৯৭৫টি। এছাড়াও এমএলআরএস লকেট লঞ্ছার আছে ২৬৪টি। রয়েছে আরও অনেক অত্যাধুনিক অস্ত্র শস্ত্র, মিসাইল থেকে শুরু করে আরও অনেক কিছু। (সব ছবি -PTI)

8 / 8