AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paige Spiranac: হ্যালোউইন কস্টিউমেও ভরপুর যৌন আবেদন সুন্দরী গল্ফারের

ইচ্ছে ছিল অনুরাগীদের চমকে দেওয়ার। তাই এবারের হ্যালোউইন পার্টির জন্য আলাদা কিছু ভেবে রেখেছিলেন প্রাক্তন মার্কিন গল্ফার পেজ স্পিরান্যাক। পোশাকে স্ট্রিট ফাইটার ভিডিয়ো গেমের ক্যামি চরিত্রটিকে ট্রিবিউট দিলেন তিনি।

| Edited By: | Updated on: Oct 26, 2022 | 8:00 AM
Share
ইচ্ছে ছিল অনুরাগীদের চমকে দেওয়ার। তাই এবারের হ্যালোউইন পার্টির জন্য আলাদা কিছু ভেবে রেখেছিলেন প্রাক্তন মার্কিন গল্ফার পেজ স্পিনান্যাক। পোশাকে স্ট্রিট ফাইটার ভিডিয়ো গেমের ক্যামি চরিত্রটিকে ট্রিবিউট দিলেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

ইচ্ছে ছিল অনুরাগীদের চমকে দেওয়ার। তাই এবারের হ্যালোউইন পার্টির জন্য আলাদা কিছু ভেবে রেখেছিলেন প্রাক্তন মার্কিন গল্ফার পেজ স্পিনান্যাক। পোশাকে স্ট্রিট ফাইটার ভিডিয়ো গেমের ক্যামি চরিত্রটিকে ট্রিবিউট দিলেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 6
পেজের পরনের পোশাক ছিল সবুজ রঙের। মাথায় লাল টুপি এবং হাতে লাল গ্লাভস। (ছবি:ইনস্টাগ্রাম)

পেজের পরনের পোশাক ছিল সবুজ রঙের। মাথায় লাল টুপি এবং হাতে লাল গ্লাভস। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 6
পেজ স্পিরান্যাক প্রাক্তন পেশাদার গল্ফার। বর্তমানে গল্ফ ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল মিডিয়া স্টার তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

পেজ স্পিরান্যাক প্রাক্তন পেশাদার গল্ফার। বর্তমানে গল্ফ ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল মিডিয়া স্টার তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 6
ম্যাক্সিমের বিশ্বের সবচেয়ে যৌন আবেদনকারী মহিলাদের তালিকায় ঠাঁই পেয়েছিলেন পেজ।(ছবি:ইনস্টাগ্রাম)

ম্যাক্সিমের বিশ্বের সবচেয়ে যৌন আবেদনকারী মহিলাদের তালিকায় ঠাঁই পেয়েছিলেন পেজ।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 6
গল্ফ কোর্টে তাঁর পোশাক নির্বাচনের জন্য বহুবার সমালোচিত হয়েছেন পেজ। সমালোচনা হলেও সোশ্যাল মিডিয়ায় হিট তিনি।(ছবি:ইনস্টাগ্রাম)

গল্ফ কোর্টে তাঁর পোশাক নির্বাচনের জন্য বহুবার সমালোচিত হয়েছেন পেজ। সমালোচনা হলেও সোশ্যাল মিডিয়ায় হিট তিনি।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 6
ইনস্টাগ্রামে ভীষণ সক্রিয় পেজ স্পিরান্যাক। পোশাক আশাকের জন্য বহুবার সমালোচিত হয়েছে। সামাজিক মাধ্যমের নেতিবাচক দিকটিকেই কাজ লাগাতে চান পেজ।(ছবি:ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রামে ভীষণ সক্রিয় পেজ স্পিরান্যাক। পোশাক আশাকের জন্য বহুবার সমালোচিত হয়েছে। সামাজিক মাধ্যমের নেতিবাচক দিকটিকেই কাজ লাগাতে চান পেজ।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 6