Mithali Raj: অখণ্ড অবসর, অন্য অবতারে বাইশ গজের সদ্য প্রাক্তন মিতালি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 12, 2022 | 11:13 AM

ক্রিকেট মাঠে নীল জার্সিতে তাঁকে দেখতে আমরা অভ্যস্ত। কয়েকমাস আগে অবসর নিলেও পরিচিত ইমেজ দ্রুত মুছে যাওয়ার নয়। আজকাল মিতালি রাজকে অন্য অবতারে দেখা যাচ্ছে। সাবাস মিতুর প্রমোশনে গর্জাস মিতালি।(ছবি:ফেসবুক)

1 / 6
ক্রিকেট মাঠে নীল জার্সিতে তাঁকে দেখতে আমরা অভ্যস্ত। কয়েকমাস আগে অবসর নিলেও পরিচিত ইমেজ দ্রুত মুছে যাওয়ার নয়। আজকাল মিতালি রাজকে অন্য অবতারে দেখা যাচ্ছে। সাবাস মিতুর প্রমোশনে গর্জাস মিতালি।(ছবি:ফেসবুক)

ক্রিকেট মাঠে নীল জার্সিতে তাঁকে দেখতে আমরা অভ্যস্ত। কয়েকমাস আগে অবসর নিলেও পরিচিত ইমেজ দ্রুত মুছে যাওয়ার নয়। আজকাল মিতালি রাজকে অন্য অবতারে দেখা যাচ্ছে। সাবাস মিতুর প্রমোশনে গর্জাস মিতালি।(ছবি:ফেসবুক)

2 / 6
ভারতীয় মহিলা ক্রিকেটের মেরুদন্ড মিতালি রাজের এখন অখণ্ড অবসর। ট্যুর নেই, অনুশীলনের তাড়া নেই। নিজের বায়োপিকের প্রচারের জন্য অনেকটা সময় বের করতে পারছেন। যাচ্ছেন বিভিন্ন রিয়োলিটি শো-তে।(ছবি:ফেসবুক)

ভারতীয় মহিলা ক্রিকেটের মেরুদন্ড মিতালি রাজের এখন অখণ্ড অবসর। ট্যুর নেই, অনুশীলনের তাড়া নেই। নিজের বায়োপিকের প্রচারের জন্য অনেকটা সময় বের করতে পারছেন। যাচ্ছেন বিভিন্ন রিয়োলিটি শো-তে।(ছবি:ফেসবুক)

3 / 6
তেমনই একটা নাচের রিয়েলিটি শো-তে দেখা গিয়েছিল মিতালিকে। নুডলস স্ট্র্যাপের ফ্লোরাল ড্রেসে অনবদ্য জাতীয় দলের সদ্য প্রাক্তন ক্রিকেটার। (ছবি:ফেসবুক)

তেমনই একটা নাচের রিয়েলিটি শো-তে দেখা গিয়েছিল মিতালিকে। নুডলস স্ট্র্যাপের ফ্লোরাল ড্রেসে অনবদ্য জাতীয় দলের সদ্য প্রাক্তন ক্রিকেটার। (ছবি:ফেসবুক)

4 / 6
সম্প্রতি কলকাতায় সাবাস মিতুর প্রমোশনে এসেছিলেন মিতালি। সঙ্গে ছিলেন তাঁর চরিত্রে অভিনয় করা তাপসী পান্নু। মিতালি  বলেন, "প্রথম দর্শনেই আমার মন কেড়ে নেয়। ও আমার চরিত্রে অভিনয় করবে, ভেবে ভালো লাগছে। এটা আমার গর্ব। আশা করি, সবাই আমার বায়োপিক খুব উপভোগ করবে।" (ছবি:ফেসবুক)

সম্প্রতি কলকাতায় সাবাস মিতুর প্রমোশনে এসেছিলেন মিতালি। সঙ্গে ছিলেন তাঁর চরিত্রে অভিনয় করা তাপসী পান্নু। মিতালি বলেন, "প্রথম দর্শনেই আমার মন কেড়ে নেয়। ও আমার চরিত্রে অভিনয় করবে, ভেবে ভালো লাগছে। এটা আমার গর্ব। আশা করি, সবাই আমার বায়োপিক খুব উপভোগ করবে।" (ছবি:ফেসবুক)

5 / 6
কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে কী কোন জায়গাটা বেছে নেবেন? কোচিং,  ধারাভাষ্য নাকি বোর্ড প্রশাসন। ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতির লক্ষ্য বোর্ড প্রশাসনে আসতে আপত্তি নেই মিতালির।(ছবি:ফেসবুক)

কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে কী কোন জায়গাটা বেছে নেবেন? কোচিং, ধারাভাষ্য নাকি বোর্ড প্রশাসন। ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতির লক্ষ্য বোর্ড প্রশাসনে আসতে আপত্তি নেই মিতালির।(ছবি:ফেসবুক)

6 / 6
কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট সংযুক্ত হওয়ায় বেশ খুশি মিতালি। হরমনপ্রীতদের হাতে পদক দেখতে চান তিনি। (ছবি:ফেসবুক)

কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট সংযুক্ত হওয়ায় বেশ খুশি মিতালি। হরমনপ্রীতদের হাতে পদক দেখতে চান তিনি। (ছবি:ফেসবুক)

Next Photo Gallery