ভারতের ‘সবুজ শহর’, কোন কোন শহর এই তালিকায় রয়েছে?

ভারতের যে শহরগুলিতে ঘুরতে গেলে আপনি সবুজের সমারোহে আপনি শান্তি খুঁজে পাবেন।

| Updated on: Mar 01, 2021 | 8:38 PM
তিরুবান্তপুরম:
এখানে উপকূলবর্তী পাহাড়ে ঘন অরণ্য রয়েছে। জঙ্গলের এই সবুজ শোভা চোখের সঙ্গে সঙ্গে মনেও শান্তি দেবে। তিরুবান্তপুরম দক্ষিণ ভারতের 'সবুজ শহর' বলে পরিচিত।

তিরুবান্তপুরম: এখানে উপকূলবর্তী পাহাড়ে ঘন অরণ্য রয়েছে। জঙ্গলের এই সবুজ শোভা চোখের সঙ্গে সঙ্গে মনেও শান্তি দেবে। তিরুবান্তপুরম দক্ষিণ ভারতের 'সবুজ শহর' বলে পরিচিত।

1 / 8
গৌহাটি:
ব্রহ্মপুত্র নদের তীরে শিলঙের পাদদেশে গৌহাটি অবস্থিত। ভারতের অন্যতম 'সবুজ শহর' বলে পরিচিত।

গৌহাটি: ব্রহ্মপুত্র নদের তীরে শিলঙের পাদদেশে গৌহাটি অবস্থিত। ভারতের অন্যতম 'সবুজ শহর' বলে পরিচিত।

2 / 8
মাইসোর:
মাইসোর এশিয়ার সবচেয়ে পরিষ্কার ও 'সবুজ শহর' বলে পরিচিত।

মাইসোর: মাইসোর এশিয়ার সবচেয়ে পরিষ্কার ও 'সবুজ শহর' বলে পরিচিত।

3 / 8
দেরাদুন:
উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় দেরাদুনে। তাই বিশাল এক সবুজ বলয় তৈরি হয়েছে এইখানে।

দেরাদুন: উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় দেরাদুনে। তাই বিশাল এক সবুজ বলয় তৈরি হয়েছে এইখানে।

4 / 8
ভোপাল:
মধ্যপ্রদেশের মালভূমিতে সবুজে ঘেরা শহর ভোপাল। ভোপাল শহরটি জুড়ে বিশালাকার সবুজ বলয় থাকায় একে 'সবুজ শহর' বলা হয়।

ভোপাল: মধ্যপ্রদেশের মালভূমিতে সবুজে ঘেরা শহর ভোপাল। ভোপাল শহরটি জুড়ে বিশালাকার সবুজ বলয় থাকায় একে 'সবুজ শহর' বলা হয়।

5 / 8
বেঙ্গালুরু:
অনেক পার্ক, বাগান, স্বাভাবিক হ্রদের অবস্থানের জন্য বেঙ্গালুরু শহর ‘গার্ডেন সিটি’ বলে পরিচিত। আরও সবুজ উপভোগ করতে হলে আপনাকে উত্তরে নন্দী পাহাড়ে যেতেই হবে।

বেঙ্গালুরু: অনেক পার্ক, বাগান, স্বাভাবিক হ্রদের অবস্থানের জন্য বেঙ্গালুরু শহর ‘গার্ডেন সিটি’ বলে পরিচিত। আরও সবুজ উপভোগ করতে হলে আপনাকে উত্তরে নন্দী পাহাড়ে যেতেই হবে।

6 / 8
গান্ধীনগর:
গান্ধীনগর:
গুজরাতের সবরমতি নদীর ধারে অবস্থিত গান্ধিনগর। অতিরিক্ত সবুজ দিয়ে ঘেরা বলে এটি 'সবুজ শহর' বলে পরিচিত।

গান্ধীনগর: গান্ধীনগর: গুজরাতের সবরমতি নদীর ধারে অবস্থিত গান্ধিনগর। অতিরিক্ত সবুজ দিয়ে ঘেরা বলে এটি 'সবুজ শহর' বলে পরিচিত।

7 / 8
চন্ডীগড়:
চন্ডীগড় একটি ওয়েল-প্ল্যানড শহর। ১১৪ কিমি শহরটির ৩৫.৫ শতাংশই সবুজ।

চন্ডীগড়: চন্ডীগড় একটি ওয়েল-প্ল্যানড শহর। ১১৪ কিমি শহরটির ৩৫.৫ শতাংশই সবুজ।

8 / 8
Follow Us: