বিয়ের সব কিছুই আয়োজন সারা হয়ে গিয়েছিল। এই বন্যার জন্য বিয়ের অনুষ্ঠান বাতিল করে দিলে ভীষণ সমস্যার মধ্যে পড়ে যাবেন শ্বশুরবাড়ির লোকজন। তাই কোনওরকম জাঁকজমক না করে বিয়েটা সেরে নিতে জীবন বাজি রেখে বর চড়ে বসেন নৌকায়। বন্যার জলকে তোয়াক্কা না করেই তিনি হাজির হয়ে যান বিয়ের মণ্ডপে। তারপর কনেকে নিয়ে আবার নৌকায় করে ফিরে আসেন বাড়ি। বরের দাবি, এখন বন্যা, তার পর পরে যদি আবার করোনা সংক্রমণ বৃদ্ধি পায়, তাহলে আরও বিপদ। তখন তো আরও প্রশাসনিক বিধিনিষেধের গেরো চেপে বসবে। তাই বিয়েটা সেরে ফেলতে একটু রিস্ক নিতেই হল। বরের কীর্তিতে দারুণ খুশি নববধূ।