Ayushmann Khurrana: ‘ড্রিম গার্ল’ থেকে শুরু করে ‘বালা’, রইল ‘আয়ুষ্মান টাইপ’ ছবির তালিকা!

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 14, 2021 | 7:05 PM

অভিনেতা আয়ুষ্মান খুরানা তাঁর অফ-দ্য-বক্স চলচ্চিত্রের জন্য পরিচিত। তিনি তাঁর অভিনয় জীবনে এমন চলচ্চিত্রগুলিকে বেছে নিয়েছেন, যেগুলি সাধারণ বক্স অফিস সিনেমার থেকে একটু আলাদা। তবে তাঁর অভিনয়ের দক্ষতার কারণে এবং ভাল চিত্রনাট্য হওয়ার দরুন সিনেমাগুলি স্থান করে নিয়েছে দর্শকদের মনে। আয়ুষ্মান প্রত্যেক সিনেমায় প্রমাণ করে দিয়েছেন যে তিনি কোনও চ্যালেঞ্জ নিতে পিছপা হন না।

1 / 7
ভিকি ডোনর: ২০১২ সালে 'ভিকি ডোনর' সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন আয়ুষ্মান খুরানা। ওই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন শুক্রাণু দাতার চরিত্রে। সেই শুরু আর থেমে থাকেননি তিনি।

ভিকি ডোনর: ২০১২ সালে 'ভিকি ডোনর' সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন আয়ুষ্মান খুরানা। ওই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন শুক্রাণু দাতার চরিত্রে। সেই শুরু আর থেমে থাকেননি তিনি।

2 / 7
শুভ মঙ্গল সাবধান: 'শুভ মঙ্গল সাবধানে' আয়ুষ্মান এমন একজন ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন, যাঁর পুরুষ সংক্রান্ত শারীরিক সমস্যা রয়েছে। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেডনেকর।

শুভ মঙ্গল সাবধান: 'শুভ মঙ্গল সাবধানে' আয়ুষ্মান এমন একজন ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন, যাঁর পুরুষ সংক্রান্ত শারীরিক সমস্যা রয়েছে। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেডনেকর।

3 / 7
অন্ধাধুন: 'অন্ধাধুন' সিনেমাটি আয়ুষ্মানকে এনে দেয় জাতীয় পুরষ্কার। এই সিনেমাটিতে তিনি একজন পিয়ানো বাদক এবং তাঁর বিপরীতে তাব্বু ও রাধিকা আপটে অভিনয় করেছেন।

অন্ধাধুন: 'অন্ধাধুন' সিনেমাটি আয়ুষ্মানকে এনে দেয় জাতীয় পুরষ্কার। এই সিনেমাটিতে তিনি একজন পিয়ানো বাদক এবং তাঁর বিপরীতে তাব্বু ও রাধিকা আপটে অভিনয় করেছেন।

4 / 7
ড্রিম গার্ল: 'ড্রিম গার্ল' সিনেমায় আয়ুষ্মান এমন একটি চরিত্রে অভিনয় করেন যেখানে পূজা নামক একটি মেয়ের হয়ে কণ্ঠস্বর বদলে ফোনে পুরুষদের আকৃষ্ট করে সেই ব্যক্তি।

ড্রিম গার্ল: 'ড্রিম গার্ল' সিনেমায় আয়ুষ্মান এমন একটি চরিত্রে অভিনয় করেন যেখানে পূজা নামক একটি মেয়ের হয়ে কণ্ঠস্বর বদলে ফোনে পুরুষদের আকৃষ্ট করে সেই ব্যক্তি।

5 / 7
বালা: 'বালা' সিনেমার মধ্যে দিয়ে আয়ুষ্মান সমাজের সামনে একটি বার্তা তুলে ধরেন।  চলচ্চিত্রটি সমাজের সংকীর্ণ চিন্তাভাবনার উপর পুরুষদের মাথায় টাক এবং মেয়েদের কালো রঙকে উদ্দেশ্য করে তৈরি।

বালা: 'বালা' সিনেমার মধ্যে দিয়ে আয়ুষ্মান সমাজের সামনে একটি বার্তা তুলে ধরেন। চলচ্চিত্রটি সমাজের সংকীর্ণ চিন্তাভাবনার উপর পুরুষদের মাথায় টাক এবং মেয়েদের কালো রঙকে উদ্দেশ্য করে তৈরি।

6 / 7
আর্টিকেল১৫: 'আর্টিকেল১৫' ছবিতে আয়ুষ্মান খুরানা একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন যিনি সমাজে প্রচলিত বর্ণবৈষম্য এবং কাস্ট সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেন।

আর্টিকেল১৫: 'আর্টিকেল১৫' ছবিতে আয়ুষ্মান খুরানা একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন যিনি সমাজে প্রচলিত বর্ণবৈষম্য এবং কাস্ট সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেন।

7 / 7
শুভ মঙ্গল জাদা সাবধান:'শুভ মঙ্গল জাদা সাবধানে' আয়ুষ্মান সমকামী যুবকদের চরিত্রে অভিনয় করেছিলেন। এখানেও তিনি সমাজের সামনে একটি বার্তা তুলে ধরেন।

শুভ মঙ্গল জাদা সাবধান:'শুভ মঙ্গল জাদা সাবধানে' আয়ুষ্মান সমকামী যুবকদের চরিত্রে অভিনয় করেছিলেন। এখানেও তিনি সমাজের সামনে একটি বার্তা তুলে ধরেন।

Next Photo Gallery