Durand Cup: বেঙ্গালুরুর কাছে হার মহমেডানের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 14, 2021 | 7:47 PM

ডুরান্ড কাপে (Durand Cup) গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঙ্গালুরু ইউনাইটেডের কাছে হেরে গেল মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। সাদা-কালোকে ২-০ গোলে হারাল বেঙ্গালুরু। খেলার ৬৪ মিনিটে গোল করেন জেমস সিং। ইনজুরি টাইমে সাদা-কালোর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লুকা ম্যাজেন। এ দিনের ম্যাচ হারায় গ্রুপ রানার্স হয়ে নক আউটে গেল মহমেডান স্পোর্টিং।

1 / 4
ম্যাচ হারায় গ্রুপ রানার্স হয়ে শেষ আটে উঠল সাদা-কালো।
ছবি: ডুরান্ড মিডিয়া

ম্যাচ হারায় গ্রুপ রানার্স হয়ে শেষ আটে উঠল সাদা-কালো। ছবি: ডুরান্ড মিডিয়া

2 / 4
বেঙ্গালুরুর গোলদাতা জেমস সিং, লুকা ম্যাজেন।
ছবি: ডুরান্ড মিডিয়া

বেঙ্গালুরুর গোলদাতা জেমস সিং, লুকা ম্যাজেন। ছবি: ডুরান্ড মিডিয়া

3 / 4
মহমেডানকে ২-০ হারাল বেঙ্গালুরু।
ছবি: ডুরান্ড মিডিয়া

মহমেডানকে ২-০ হারাল বেঙ্গালুরু। ছবি: ডুরান্ড মিডিয়া

4 / 4
মহমেডান স্পোর্টিংকে হারাল বেঙ্গালুরু ইউনাইটেড।
ছবি: ডুরান্ড মিডিয়া

মহমেডান স্পোর্টিংকে হারাল বেঙ্গালুরু ইউনাইটেড। ছবি: ডুরান্ড মিডিয়া

Next Photo Gallery