Haircare Tips: রুক্ষ হয়ে চুলের ডগা ফাটলে আর চিন্তা নয়, বাড়িতে এই মাস্কেই পাবেন রেহাই

Homemade Hair Mask: চুলের ডগা ফাটতে কোনও ঋতুর দরকার হয় না। পরিচর্চার অভাবে, দূষণ ও সঠিক শ্যাম্পু ব্যবহার না করার কারণেই চুল বেশি ক্ষতিগ্রস্ত হয়।

| Edited By: | Updated on: Mar 17, 2023 | 8:02 PM
খাদ্যতালিকায় ভিটামিন ও মিনারেলের অভাব ছাড়াও অতিরিক্ত সূর্যের সংস্পর্শে আসা, দূষণ, সঠিকভাবে চুল পরিষ্কার না করা, অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার, কেমিক্যাল ট্রিটমেন্ট এবং নিয়মিত চুল ধোওয়ার কারণেও চুলের গোড়া ফাটতে পারে।

খাদ্যতালিকায় ভিটামিন ও মিনারেলের অভাব ছাড়াও অতিরিক্ত সূর্যের সংস্পর্শে আসা, দূষণ, সঠিকভাবে চুল পরিষ্কার না করা, অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার, কেমিক্যাল ট্রিটমেন্ট এবং নিয়মিত চুল ধোওয়ার কারণেও চুলের গোড়া ফাটতে পারে।

1 / 8
এই কারণগুলি চুলের ডগা দুর্বল করে দেয় ও এটি ভেঙে যাওয়ার প্রবণতা তৈরি হয়। যার ফলে বিভক্ত হয়ে যায়। এর ফলে চুলের শুষ্কতা, ফাটল ধরা ও নিস্তেজ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়।

এই কারণগুলি চুলের ডগা দুর্বল করে দেয় ও এটি ভেঙে যাওয়ার প্রবণতা তৈরি হয়। যার ফলে বিভক্ত হয়ে যায়। এর ফলে চুলের শুষ্কতা, ফাটল ধরা ও নিস্তেজ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়।

2 / 8
ডিম এবং দই হেয়ারমাস্ক: ২টি ডিম ও ২ টেবিলস্পুন দই নিন। এবার একটি পাত্রে ডিমের হলুদ অংশ আলাদা করে ডিমের সাদা অংশ ও দই ভাল করে মিশিয়ে নিন। এই প্যাকটি চুলে ১৫ মিনিটের জন্য রাখুন ও তারপর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার করুন।

ডিম এবং দই হেয়ারমাস্ক: ২টি ডিম ও ২ টেবিলস্পুন দই নিন। এবার একটি পাত্রে ডিমের হলুদ অংশ আলাদা করে ডিমের সাদা অংশ ও দই ভাল করে মিশিয়ে নিন। এই প্যাকটি চুলে ১৫ মিনিটের জন্য রাখুন ও তারপর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার করুন।

3 / 8
ওটমিল, দুধ এবং মধু হেয়ারমাস্ক: তিন কাপ ওটস, এক কাপ দুধ, এক বা দুই টেবিলস্পুন নারকেল তেল ও এক চা চামচ মধু নিন। একটি পাত্রে ওটস ও দুধ মিশিয়ে নিন।  মধু,তারপর নারকেল তেল যোগ করুন। এই প্যাক চুলে ও মাথার ত্বকে লাগিয়ে আধঘণ্টা রেখে দিন। এরপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

ওটমিল, দুধ এবং মধু হেয়ারমাস্ক: তিন কাপ ওটস, এক কাপ দুধ, এক বা দুই টেবিলস্পুন নারকেল তেল ও এক চা চামচ মধু নিন। একটি পাত্রে ওটস ও দুধ মিশিয়ে নিন। মধু,তারপর নারকেল তেল যোগ করুন। এই প্যাক চুলে ও মাথার ত্বকে লাগিয়ে আধঘণ্টা রেখে দিন। এরপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

4 / 8
নারকেল তেল ও অলিভ অয়েল হেয়ার মাস্ক: ২ টেবিলস্পুন নারকেল তেল ও ১ টেবিলস্পুন অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান,বিশেষ করে চুলের প্রান্তে। এরপরে বিনুনি বা বান তৈরি শাওয়ার ক্যাপ পরে নিন। আধা ঘণ্টা পর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

নারকেল তেল ও অলিভ অয়েল হেয়ার মাস্ক: ২ টেবিলস্পুন নারকেল তেল ও ১ টেবিলস্পুন অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান,বিশেষ করে চুলের প্রান্তে। এরপরে বিনুনি বা বান তৈরি শাওয়ার ক্যাপ পরে নিন। আধা ঘণ্টা পর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

5 / 8
অ্যাভোকাডো এবং কলার হেয়ারমাস্ক: অ্যাভোকাডো ও একটি কলা ম্যাশ করে পেস্ট তৈরি করুন। পেস্টটি চুলে লাগিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

অ্যাভোকাডো এবং কলার হেয়ারমাস্ক: অ্যাভোকাডো ও একটি কলা ম্যাশ করে পেস্ট তৈরি করুন। পেস্টটি চুলে লাগিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

6 / 8
অ্যালোভেরা ও মধু হেয়ারমাস্ক: অ্যালোভেরার দুই-তিনটি পাতা নিয়ে জেল বের করে নিন। অ্যালোভেরা জেলও কিনতে পারেন।এবার এতে মধু যোগ করে মিশ্রণটি চুলে প্রয়োগ করুন। এই জেল চুলে ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিন। এরপরে, হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল ধোওয়ার জন্য হালকা শ্যাম্পুও ব্যবহার করতে পারেন।

অ্যালোভেরা ও মধু হেয়ারমাস্ক: অ্যালোভেরার দুই-তিনটি পাতা নিয়ে জেল বের করে নিন। অ্যালোভেরা জেলও কিনতে পারেন।এবার এতে মধু যোগ করে মিশ্রণটি চুলে প্রয়োগ করুন। এই জেল চুলে ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিন। এরপরে, হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল ধোওয়ার জন্য হালকা শ্যাম্পুও ব্যবহার করতে পারেন।

7 / 8
ক্যামোমাইল চা: এর জন্য দুটি টি ব্যাগ ক্যামোমিল চা ও জল নিন। এবার জল হালকা ফুটিয়ে ততে টি ব্যাগ রাখুন। কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন। এবার সেই জল চুল ধোওয়ার জন্য ব্যবহার করুন। ক্যামোমাইল তেল দিয়েও চুলে ম্যাসাজ করতে পারেন।

ক্যামোমাইল চা: এর জন্য দুটি টি ব্যাগ ক্যামোমিল চা ও জল নিন। এবার জল হালকা ফুটিয়ে ততে টি ব্যাগ রাখুন। কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন। এবার সেই জল চুল ধোওয়ার জন্য ব্যবহার করুন। ক্যামোমাইল তেল দিয়েও চুলে ম্যাসাজ করতে পারেন।

8 / 8
Follow Us: