CWG 2022: কমনওয়েলথ গেমসের জুয়েলারি কালেকশনে রাজকীয় ছোঁয়া, কিনবেন নাকি?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 25, 2022 | 8:30 AM

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ছোঁয়া আপনি আপনার জুয়েলারি কালেকশনে চান? এ বার নিশ্চিন্তে তা অর্ডার দিতে পারেন বার্মিংহ্যাম কমনওয়েলথের ওয়েবসাইট থেকে। আসন্ন কমনওয়েলথের জুয়েলারির কালকেশনে রয়েছে সুদৃশ্য কুইন্স ব্যাটন, যা আদতে ব্রোচ। পাশাপাশি থাকছে বার্মিংহ্যাম লোগোর আকারের কানের দুল, নেকলেস এবং কাফলিঙ্কসও। ছবিতে দেখুন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের জুয়েলারি কালেকশন। কোনটা পছন্দ হচ্ছে আপনার?

1 / 5
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ছোঁয়া আপনি আপনার জুয়েলারি কালেকশনে চান? এ বার নিশ্চিন্তে তা অর্ডার দিতে পারেন বার্মিংহ্যাম কমনওয়েলথের ওয়েবসাইট থেকে। আসন্ন কমনওয়েলথের জুয়েলারির কালকেশনে রয়েছে সুদৃশ্য কুইন্স ব্যাটন, যা আদতে ব্রোচ। পাশাপাশি থাকছে বার্মিংহ্যাম লোগোর আকারের কানের দুল, নেকলেস এবং কাফলিঙ্কসও। ছবিতে দেখুন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের জুয়েলারি কালেকশন। কোনটা পছন্দ হচ্ছে আপনার? (ছবি-বার্মিংহ্যাম ওয়েবসাইট)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ছোঁয়া আপনি আপনার জুয়েলারি কালেকশনে চান? এ বার নিশ্চিন্তে তা অর্ডার দিতে পারেন বার্মিংহ্যাম কমনওয়েলথের ওয়েবসাইট থেকে। আসন্ন কমনওয়েলথের জুয়েলারির কালকেশনে রয়েছে সুদৃশ্য কুইন্স ব্যাটন, যা আদতে ব্রোচ। পাশাপাশি থাকছে বার্মিংহ্যাম লোগোর আকারের কানের দুল, নেকলেস এবং কাফলিঙ্কসও। ছবিতে দেখুন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের জুয়েলারি কালেকশন। কোনটা পছন্দ হচ্ছে আপনার? (ছবি-বার্মিংহ্যাম ওয়েবসাইট)

2 / 5
অনেকেই ব্রোচ পরতে ভালোবাসেন। নিজেদের ওয়ারড্রব অনেকেই ভরিয়ে রাখেন সুন্দর সুন্দর ব্রোচে। আপনারও যদি ব্রোচের কালেকশন করার সখ থাকে, তাহলে বার্মিংহ্যাম কমনওয়েলথের ওয়েবসাইট থেকে কিনতে পারেন সুন্দর সিলভার কুইন্স ব্যাটন ব্রোচ। যা আপনারা পেয়ে যাবেন ৩৫০ পাউন্ডে। (ছবি-বার্মিংহ্যাম ওয়েবসাইট)

অনেকেই ব্রোচ পরতে ভালোবাসেন। নিজেদের ওয়ারড্রব অনেকেই ভরিয়ে রাখেন সুন্দর সুন্দর ব্রোচে। আপনারও যদি ব্রোচের কালেকশন করার সখ থাকে, তাহলে বার্মিংহ্যাম কমনওয়েলথের ওয়েবসাইট থেকে কিনতে পারেন সুন্দর সিলভার কুইন্স ব্যাটন ব্রোচ। যা আপনারা পেয়ে যাবেন ৩৫০ পাউন্ডে। (ছবি-বার্মিংহ্যাম ওয়েবসাইট)

3 / 5
বার্মিংহ্যাম লোগোর আকারের সিলভার কানের দুল কেনা যাবে বার্মিংহ্যাম কমনওয়েলথের ওয়েবসাইট থেকে। যার দাম পড়বে ২৫০ পাউন্ড। (ছবি-বার্মিংহ্যাম ওয়েবসাইট)

বার্মিংহ্যাম লোগোর আকারের সিলভার কানের দুল কেনা যাবে বার্মিংহ্যাম কমনওয়েলথের ওয়েবসাইট থেকে। যার দাম পড়বে ২৫০ পাউন্ড। (ছবি-বার্মিংহ্যাম ওয়েবসাইট)

4 / 5
নেকলেস পরতে ভালোবাসেন আপনি? তা হলে আপনার জুয়েলারি কালেকশনে জুড়ে দিন বার্মিংহ্যাম কমনওয়েলথের বিশেষ ডিজাইনের সিলভার নেকলেস। যার দাম রাখা হয়েছে ২৫০ পাউন্ড। (ছবি-বার্মিংহ্যাম ওয়েবসাইট)

নেকলেস পরতে ভালোবাসেন আপনি? তা হলে আপনার জুয়েলারি কালেকশনে জুড়ে দিন বার্মিংহ্যাম কমনওয়েলথের বিশেষ ডিজাইনের সিলভার নেকলেস। যার দাম রাখা হয়েছে ২৫০ পাউন্ড। (ছবি-বার্মিংহ্যাম ওয়েবসাইট)

5 / 5
কমনওয়েলথের স্পেশাল গয়নার ডিজাইনার ডেজি কলিস (Dazzy Collis) জানান, কমনওয়েলথের জন্য গয়না বানানো তাঁর জন্য একটি গর্বের কাজ। তাঁর সব থেকে পছন্দের হল কুইন্স ব্যাটন। সেটি একটি ব্রোচ। (ছবি-বার্মিংহ্যাম টুইটার)

কমনওয়েলথের স্পেশাল গয়নার ডিজাইনার ডেজি কলিস (Dazzy Collis) জানান, কমনওয়েলথের জন্য গয়না বানানো তাঁর জন্য একটি গর্বের কাজ। তাঁর সব থেকে পছন্দের হল কুইন্স ব্যাটন। সেটি একটি ব্রোচ। (ছবি-বার্মিংহ্যাম টুইটার)

Next Photo Gallery