CWG 2022: বিবিএ-র ছাত্রী, পড়াশোনায় তুখোড়, কমনওয়েলথ গেমসে ভারতীয় টিটি স্কোয়াডের দিয়া

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 25, 2022 | 11:32 AM

Commonwealth Games 2022 : বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অংশ নিতে রওনা হয়েছে ভারতের টেবল টেনিস স্কোয়াড। মণিকা বাত্রা, শরৎ কমল, সাথিয়া জ্ঞানেস্করণদের মতো অভিজ্ঞদের সঙ্গে স্কোয়াডে রয়েছেন বেশ কিছু নতুন মুখও। তাঁদের হয়তো আন্তর্জাতিক মঞ্চে তেমন অভিজ্ঞতা নেই, তবে অনেক বড় স্বপ্ন এবং আত্মবিশ্বাস রয়েছে। মহিলাদের সিঙ্গলসে তেমনই একজন দিয়া চিতালে।

1 / 5
মাত্র ১৯ বছর। লক্ষ্য ২০২৪ প্যারিস অলিম্পিকে সোনার পদক। সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছেন দিয়া চিতালে। তার আগে কমনওয়েলথ গেমসের মঞ্চে নিজেকে প্রমাণ করতে মরিয়া। (ছবি : টুইটার)

মাত্র ১৯ বছর। লক্ষ্য ২০২৪ প্যারিস অলিম্পিকে সোনার পদক। সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছেন দিয়া চিতালে। তার আগে কমনওয়েলথ গেমসের মঞ্চে নিজেকে প্রমাণ করতে মরিয়া। (ছবি : টুইটার)

2 / 5
টেবিল টেনিসের পাশাপাশি পড়াশোনায় একইরকম মনোযোগী দিয়া। অনুশীলনে যেমন সময় দেন, পড়াশোনাতেও। বর্তমানে তিনি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (বিবিএ) ছাত্রী। (ছবি : টুইটার)

টেবিল টেনিসের পাশাপাশি পড়াশোনায় একইরকম মনোযোগী দিয়া। অনুশীলনে যেমন সময় দেন, পড়াশোনাতেও। বর্তমানে তিনি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (বিবিএ) ছাত্রী। (ছবি : টুইটার)

3 / 5
বয়স ভিত্তিক প্রতিযোগিতায় প্রচুর পদক জিতেছেন। আন্তর্জাতিক স্তরে ছ'টি প্রতিযোগিতায় তিনটি সোনার পদক জিতেছেন। (ছবি : টুইটার)

বয়স ভিত্তিক প্রতিযোগিতায় প্রচুর পদক জিতেছেন। আন্তর্জাতিক স্তরে ছ'টি প্রতিযোগিতায় তিনটি সোনার পদক জিতেছেন। (ছবি : টুইটার)

4 / 5
অন্যতম দ্রুততম খেলা টেবিল টেনিস। জাতীয় স্তর এবং আন্তর্জাতিক মঞ্চে ভালো পারফর্ম করার জন্য ফিটনেস এবং রিয়্যাকশন সেরা হওয়া প্রয়োজন। অনুশীলনে কোনও ফাঁক রাখেন না সে কারণেই। দিনে ৫-৬ ঘণ্টা অনুশীলন করেন দিয়া। (ছবি : টুইটার)

অন্যতম দ্রুততম খেলা টেবিল টেনিস। জাতীয় স্তর এবং আন্তর্জাতিক মঞ্চে ভালো পারফর্ম করার জন্য ফিটনেস এবং রিয়্যাকশন সেরা হওয়া প্রয়োজন। অনুশীলনে কোনও ফাঁক রাখেন না সে কারণেই। দিনে ৫-৬ ঘণ্টা অনুশীলন করেন দিয়া। (ছবি : টুইটার)

5 / 5
আক্রমণাত্মক খেলার জন্য পরিচিত এই প্যাডলার। ফোর হ্যান্ড ড্রাইভ অনবদ্য দিয়ার। ছবিতে তাঁর পাশে অভিজ্ঞ টিটি খেলোয়াড় শরৎ কমল। (ছবি : টুইটার)

আক্রমণাত্মক খেলার জন্য পরিচিত এই প্যাডলার। ফোর হ্যান্ড ড্রাইভ অনবদ্য দিয়ার। ছবিতে তাঁর পাশে অভিজ্ঞ টিটি খেলোয়াড় শরৎ কমল। (ছবি : টুইটার)

Next Photo Gallery