Happy Birthday AB de Villiers: ৩৯ বছরের মিস্টার ৩৬০, এবির এই রেকর্ডগুলি প্রায় ধরাছোঁয়ার বাইরে

৩৯ বছরের হয়ে গেলেন ক্রিকেট জগতের মিস্টার ৩৬০। তিনি যতটা দক্ষিণ আফ্রিকার ঠিক ততটাই ভারতের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সুবাদে ভারতে দারুণ জনপ্রিয় এবি ডিভিলিয়ার্স।

| Edited By: | Updated on: Feb 17, 2023 | 10:05 AM
 ১৯৮৪ সালের ১৭ ফেব্রুয়ারি জন্ম। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট পা পড়েছিল এবি ডিভিলিয়ার্সের। তারপর থেকে ১৫ বছর পর্যন্ত ক্রিকেট জগতকে আচ্ছন্ন করে রেখেছিলেন নিজের ব্যাটিং দক্ষতায়। (ছবি: টুইটার)

১৯৮৪ সালের ১৭ ফেব্রুয়ারি জন্ম। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট পা পড়েছিল এবি ডিভিলিয়ার্সের। তারপর থেকে ১৫ বছর পর্যন্ত ক্রিকেট জগতকে আচ্ছন্ন করে রেখেছিলেন নিজের ব্যাটিং দক্ষতায়। (ছবি: টুইটার)

1 / 8
মাত্র ২০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। বাড়িতে দুই দাদা রয়েছেন। জন ডিভিলিয়ার্স এবং বেসল ডিভিলিয়ার্স। তিন ভাইয়ের মধ্যে ক্রিকেট জগতে জায়গা করে নেন ছোট ভাই এবি ডিভিলিয়ার্স। প্রিটোরিয়ার হোর সেনস্কুলে জাতীয় দলের সতীর্থ ফাফ ডুপ্লেসির সঙ্গে পড়াশোনা করেছেন। (ছবি: টুইটার)

মাত্র ২০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। বাড়িতে দুই দাদা রয়েছেন। জন ডিভিলিয়ার্স এবং বেসল ডিভিলিয়ার্স। তিন ভাইয়ের মধ্যে ক্রিকেট জগতে জায়গা করে নেন ছোট ভাই এবি ডিভিলিয়ার্স। প্রিটোরিয়ার হোর সেনস্কুলে জাতীয় দলের সতীর্থ ফাফ ডুপ্লেসির সঙ্গে পড়াশোনা করেছেন। (ছবি: টুইটার)

2 / 8
ওয়ান ডে কেরিয়ারে আটবার ৭৫-এর কম বলে শতরান হাঁকিয়েছেন। একে বিশ্বরেকর্ড বলা চলে। এক ক্যালেন্ডার ইয়ারে তিন ফরম্যাটে ৬০টি ছক্কা হাঁকানো একমাত্র ব্যাটার। ওডিআই ফরম্যাটে ৫০-এর উপর গড় রেখে ১০০-র বেশি স্ট্রাইক রেটে রান করেছেন। (ছবি:টুইটার)

ওয়ান ডে কেরিয়ারে আটবার ৭৫-এর কম বলে শতরান হাঁকিয়েছেন। একে বিশ্বরেকর্ড বলা চলে। এক ক্যালেন্ডার ইয়ারে তিন ফরম্যাটে ৬০টি ছক্কা হাঁকানো একমাত্র ব্যাটার। ওডিআই ফরম্যাটে ৫০-এর উপর গড় রেখে ১০০-র বেশি স্ট্রাইক রেটে রান করেছেন। (ছবি:টুইটার)

3 / 8
ওডিআই ক্রিকেটে সবচেয়ে দ্রুত শতরানের রেকর্ড রয়েছে ডিভিলিয়ার্সের নামে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন। মাত্র ৩১ বলে শতরান!(ছবি:টুইটার)

ওডিআই ক্রিকেটে সবচেয়ে দ্রুত শতরানের রেকর্ড রয়েছে ডিভিলিয়ার্সের নামে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন। মাত্র ৩১ বলে শতরান!(ছবি:টুইটার)

4 / 8
 ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে ৪৪ বলে ১৪৯ রান করেছিলেন। ওডিআই ফরম্যাটে সবচেয়ে দ্রুত অর্ধশতরানের রেকর্ডও রয়েছে তাঁর নামে। ১৬ বলে হাফ সেঞ্চুরি। (ছবি:টুইটার)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে ৪৪ বলে ১৪৯ রান করেছিলেন। ওডিআই ফরম্যাটে সবচেয়ে দ্রুত অর্ধশতরানের রেকর্ডও রয়েছে তাঁর নামে। ১৬ বলে হাফ সেঞ্চুরি। (ছবি:টুইটার)

5 / 8
৬৪ বলে সবচেয়ে দ্রুচ ১৫০ রানের রেকর্ডও রয়েছে এবি ডিভিলিয়ার্সের নামের পাশে। (ছবি:টুইটার)

৬৪ বলে সবচেয়ে দ্রুচ ১৫০ রানের রেকর্ডও রয়েছে এবি ডিভিলিয়ার্সের নামের পাশে। (ছবি:টুইটার)

6 / 8
দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪টি টেস্টে ৫০.৬৬ গডে ৮,৭৬৫ রান করেছেন। রয়েছে দুটি দ্বিশতরান, ২২টি শতরান এবং ৪৬টি অর্ধশতরান। (ছবি:টুইটার)

দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪টি টেস্টে ৫০.৬৬ গডে ৮,৭৬৫ রান করেছেন। রয়েছে দুটি দ্বিশতরান, ২২টি শতরান এবং ৪৬টি অর্ধশতরান। (ছবি:টুইটার)

7 / 8
৫০ ওভারের ফরম্যাটে ২২৮টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহে ৯,৫৭৭ রান। ২৫টি শতরান ও ৫৩টি অর্ধশতরান। এছাড়া টি-২০ ফরম্যাটে ৭৮টি ম্যাচ থেকে ১,৬৭২ রান সংগ্রহ করেছেন। টি-২০তে তাঁর সর্বোচ্চ স্কোর ৭৯।(ছবি:টুইটার)

৫০ ওভারের ফরম্যাটে ২২৮টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহে ৯,৫৭৭ রান। ২৫টি শতরান ও ৫৩টি অর্ধশতরান। এছাড়া টি-২০ ফরম্যাটে ৭৮টি ম্যাচ থেকে ১,৬৭২ রান সংগ্রহ করেছেন। টি-২০তে তাঁর সর্বোচ্চ স্কোর ৭৯।(ছবি:টুইটার)

8 / 8
Follow Us: