Happy birthday Arunima Sinha: ট্রেন থেকে ছুড়ে ফেলেছিল ডাকাতরা, কৃত্রিম পা নিয়ে সাত শৃঙ্গ জয়ী অরুণিমা
প্যারা মিলিটারিতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল। লখনউয়ের ভলিবল খেলোয়াড় অরুণিমা সিনহা চেপে বসেছিলেন দিল্লিগামী পদ্মাবতী এক্সপ্রেসে। সালটা ২০১১। মাঝরাতে ট্রেনে উঠল একদল ডাকাত। রাতের অন্ধকারে ঝটাপটি, ধস্তাধস্তি। ট্রেন থেকে ছিটকে পড়লেন পাশের ট্র্যাকে। ১৮০ ডিগ্রি ঘুরে গেল অরুণিমা সিনহার জীবন।
Most Read Stories