Happy Birthday Javagal Srinath: ইঞ্জিনিয়ার, ক্রিকেটার, ম্যাচ রেফারি, জন্মদিনে ‘মাইসোর এক্সপ্রেস’

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 31, 2022 | 9:30 AM

জাভাগল শ্রীনাথ। ভারতের প্রাক্তন পেসারের আজ জন্মদিন। খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই যুক্ত রয়েছেন ভারতের এই প্রাক্তন পেসার। তিনি আইসিসি ম্যাচ রেফারি। জন্মদিনে মাইসোর এক্সপ্রেসকে নিয়ে নানা তথ্য।

1 / 5
ভারতের প্রাক্তন পেসার জাভাগল শ্রীনাথ (Javagal Srinath) পড়শোনার দিক থেকেও দুর্দান্ত ছিলেন। ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি রয়েছে জাভাগল শ্রীনাথের।  (ছবি : টুইটার)

ভারতের প্রাক্তন পেসার জাভাগল শ্রীনাথ (Javagal Srinath) পড়শোনার দিক থেকেও দুর্দান্ত ছিলেন। ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি রয়েছে জাভাগল শ্রীনাথের। (ছবি : টুইটার)

2 / 5
ভারতের অন্যতম সফল পেসারের হতাশার একটি রেকর্ডও রয়েছে। ১৯৯৯ সালে ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিরুদ্ধে ১৩ উইকেট নেন জাভাগল শ্রীনাথ। ম্যাচটি হেরে যায় ভারত। কোনও হারা টেস্টে এটি রেকর্ড। (ছবি : টুইটার)

ভারতের অন্যতম সফল পেসারের হতাশার একটি রেকর্ডও রয়েছে। ১৯৯৯ সালে ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিরুদ্ধে ১৩ উইকেট নেন জাভাগল শ্রীনাথ। ম্যাচটি হেরে যায় ভারত। কোনও হারা টেস্টে এটি রেকর্ড। (ছবি : টুইটার)

3 / 5
অধিনায়কের কথা ফেলতে পারেননি শ্রীনাথ। ২০০২ সালেই অবসর নিতে চেয়েছিলেন। ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তাঁকে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। (ছবি : টুইটার)

অধিনায়কের কথা ফেলতে পারেননি শ্রীনাথ। ২০০২ সালেই অবসর নিতে চেয়েছিলেন। ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তাঁকে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। (ছবি : টুইটার)

4 / 5
পরের বছর, ২০০৩ বিশ্বকাপে (Cricket World Cup 2003) রানার্স হয় ভারত। জাহির খান, আশিস নেহরার সঙ্গে ভারতকে ফাইনালে তুলতে বড় অবদান ছিল শ্রীনাথেরও। (ছবি : টুইটার)

পরের বছর, ২০০৩ বিশ্বকাপে (Cricket World Cup 2003) রানার্স হয় ভারত। জাহির খান, আশিস নেহরার সঙ্গে ভারতকে ফাইনালে তুলতে বড় অবদান ছিল শ্রীনাথেরও। (ছবি : টুইটার)

5 / 5
খেলা ছাড়লেও জুড়ে রয়েছেন ক্রিকেটের সঙ্গে। আইসিসি'র ম্যাচ রেফারি (ICC match Refree) জাভাগল শ্রীনাথ। (ছবি : টুইটার)

খেলা ছাড়লেও জুড়ে রয়েছেন ক্রিকেটের সঙ্গে। আইসিসি'র ম্যাচ রেফারি (ICC match Refree) জাভাগল শ্রীনাথ। (ছবি : টুইটার)

Next Photo Gallery