Happy Birthday Neymar: বিতর্কে ভরা নেইমারের কেরিয়ার! জেনে নিন তাঁর জীবনের অজানা সব তথ্য

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Feb 05, 2023 | 9:00 AM

Brazil: পেলের পর ব্রাজিল ফুটবলে বর্তমান প্রজন্মে সেরা কে! এখন ব্রাজিলের ফুটবল বলতেই মাথায় আসে নেইমারের নাম। ব্রাজিলকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন তিনি। অধরা রয়েছে বিশ্বকাপ। কেরিয়ারে যেমন সাফল্য রয়েছে, তেমনই নানা বিতর্কও।

Feb 05, 2023 | 9:00 AM
নেইমার।

নেইমার।

1 / 7
বিতর্কেরও নানা কারণ। এর মধ্যে অন্য়তম চোট। কোপা আমেরিকার ৯ দিন আগে গোড়ালির চোটের কারণে দল থেকে বাদ পড়েন তিনি। কাতারি ফুটবলার আসিম মাদিবোর ট্যাকেলর ফলে চোট পান ডান পায়ের গোড়ালিতে। (ছবি: টুইটার)

বিতর্কেরও নানা কারণ। এর মধ্যে অন্য়তম চোট। কোপা আমেরিকার ৯ দিন আগে গোড়ালির চোটের কারণে দল থেকে বাদ পড়েন তিনি। কাতারি ফুটবলার আসিম মাদিবোর ট্যাকেলর ফলে চোট পান ডান পায়ের গোড়ালিতে। (ছবি: টুইটার)

2 / 7
এক মহিলা নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আনেন। এক পর্শিয়ান হোটেলে তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁর সঙ্গে যৌন সঙ্গম করেন নেইমার, এমনটাই অভিযোগ আনেন ওই মহিলা। যদিও পরে উপযুক্ত প্রমাণের অভাবে এই ঘটনাকে ভিত্তিহীন বলে ঘোষণা হয়। (ছবি: টুইটার)

এক মহিলা নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আনেন। এক পর্শিয়ান হোটেলে তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁর সঙ্গে যৌন সঙ্গম করেন নেইমার, এমনটাই অভিযোগ আনেন ওই মহিলা। যদিও পরে উপযুক্ত প্রমাণের অভাবে এই ঘটনাকে ভিত্তিহীন বলে ঘোষণা হয়। (ছবি: টুইটার)

3 / 7
পিএসজির হয়ে কোপা দে ফ্রান্সের রানার্স আপ ট্রফি নিতে গিয়ে বিতর্কে জড়ান তিনি। এক ফ্যান বলেছিলেন তিনি নাকি খেলতে পারেন না। এরপরই সেই ফ্যানের উপর চড়াও হন নেইমার। (ছবি: টুইটার)

পিএসজির হয়ে কোপা দে ফ্রান্সের রানার্স আপ ট্রফি নিতে গিয়ে বিতর্কে জড়ান তিনি। এক ফ্যান বলেছিলেন তিনি নাকি খেলতে পারেন না। এরপরই সেই ফ্যানের উপর চড়াও হন নেইমার। (ছবি: টুইটার)

4 / 7
এক রেফারিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে একবার বাদ পড়েছিলেন তিনি। (ছবি: টুইটার)

এক রেফারিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে একবার বাদ পড়েছিলেন তিনি। (ছবি: টুইটার)

5 / 7
অল্প বয়সেই বাবা হয়েছিলেন নেইমার। তাঁর প্রথম বান্ধবী ক্যারোলিনা দান্তাসের সঙ্গে প্রেমের সম্পর্ক জমে উঠেছিল একসময়। তাঁদের দুজনের একটি পুত্র সন্তানও রয়েছে। তবে সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে বহু আগে। (ছবি: টুইটার)

অল্প বয়সেই বাবা হয়েছিলেন নেইমার। তাঁর প্রথম বান্ধবী ক্যারোলিনা দান্তাসের সঙ্গে প্রেমের সম্পর্ক জমে উঠেছিল একসময়। তাঁদের দুজনের একটি পুত্র সন্তানও রয়েছে। তবে সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে বহু আগে। (ছবি: টুইটার)

6 / 7
ড্রেসিং রুমে প্রতিপক্ষ দলের ফুটবলারের সঙ্গে বাজে ব্যবহার করার অভিযোগ ওঠে ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিরুদ্ধে। (ছবি: টুইটার)

ড্রেসিং রুমে প্রতিপক্ষ দলের ফুটবলারের সঙ্গে বাজে ব্যবহার করার অভিযোগ ওঠে ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিরুদ্ধে। (ছবি: টুইটার)

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla