TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Nov 16, 2022 | 11:58 AM
আজ, ১৫ নভেম্বর। ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার আজ জন্মদিন। দেখতে দেখতে ৩৫টা বসন্ত পার করে ফেললেন সানিয়া। প্রিয় তারকার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বইছে শুভেচ্ছার বন্যা।
Nov 16, 2022 | 11:58 AM
আজ, ১৫ নভেম্বর। ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার (Sania Mirza) আজ জন্মদিন। দেখতে দেখতে ৩৫টা বসন্ত পার করে ফেললেন সানিয়া। প্রিয় তারকার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বইছে শুভেচ্ছার বন্যা। (ছবি- সানিয়া মির্জা ইন্সটাগ্রাম)
1 / 5
মাত্র ছয় বছর বয়স থেকে টেনিস খেলা শুরু করেছিলেন সানিয়া। হায়দরাবাদে বাবা ইমরান মির্জার হাত ধরেই টেনিসে হাতেখড়ি সানিয়ার। জুনিয়র প্লেয়ার হিসেবে ১০টি সিঙ্গলস এবং ১৩টি ডাবলস জিতেছেন সানিয়া মির্জা। (ছবি- সানিয়া মির্জা ইন্সটাগ্রাম)
2 / 5
সিনিয়র স্তরেও সানিয়ার সাফল্য আকাশ ছোঁয়া। ২০০৯ সালে মহেশ ভূপতির সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ সালে ফরাসি ওপেনে মিক্সড ডাবলসে জেতেন সানিয়া। ভারতীয় টেনিস তারকা হিসেবে ২০১৫ সালে বিশ্বের এক নম্বর প্লেয়ার হয়েছিলেন সানিয়া মির্জা। ছয় বার গ্র্যান্ড স্লাম জিতেছেন। (ছবি- সানিয়া মির্জা ইন্সটাগ্রাম)
3 / 5
সম্প্রতি সানিয়া ও শোয়েব মালিকের ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রে। গুঞ্জন ছড়িয়েছে পাক তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। যদিও এই দুই তারকা তাঁদের বিচ্ছেদের গুঞ্জনের ব্যপারে মুখ খোলেননি। (ছবি- সানিয়া মির্জা ইন্সটাগ্রাম)
4 / 5
২০১০ সালের এপ্রিলে সানিয়া-শোয়েবের বিয়ে হয়েছিল। ২০১৮ সালের অক্টোবরে তাঁদের এক মাত্র পুত্র সন্তান ইজহান মির্জা মালিকের জন্ম। (ছবি- সানিয়া মির্জা ইন্সটাগ্রাম)