প্রাক্তন অধিনায়ক, মাঠে অত্যন্ত আগ্রাসী এবং বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। প্রচারের আলো, ক্যামেরার মুখ তাঁর দিকেই তাক করে থাকে। বাইশ গজে তাঁর প্রতিটি মুভমেন্ট ক্যামেরাবন্দি হয়ে যায়। বিরাটের ৩৪মত জন্মদিনে ক্রিকেট মাঠে বিরাটের কিছু অক্রিকেটীয় মুহূর্ত নিয়ে এই প্রতিবেদন।
২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরের কথাই ধরা যাক। মেলবোর্নে ১৬৯ রানের ইনিংস খেলেন বিরাট। ইনিংস চলাকালীন বিরাটকে ক্রমাগত স্লেজিং করে যাচ্ছিলেন মিচেল জনসন। কোহলিও পাল্টা জবাব দিচ্ছিলেন। জমে উঠেছিল ক্রিকেট এবং কথার লড়াই।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই আবহাওয়া গরম। অজিদের ঔদ্ধত্যকে টেনে নামাতে পিছপা হতেন না বিরাট। ২০১৮-১৯ সালের অস্ট্রেলিয়া সফরের ঘটনা। বলবিকৃতি কাণ্ডের পর অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব পান টিম পেইন। দুই দলের অধিনায়কের মধ্যে সমস্যা সিরিজ উত্তপ্ত করে তুলেছিল। পেইন ও বিরাটের মধ্যে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি পর্যন্ত হয়েছে। স্লেজিংয়ের মাস্টার অস্ট্রেলিয়া বিরাটের আগ্রাসন সহ্য করতে পারেনি। সেবার বর্ডার গাভাসকর ট্রফি জিতে ইতিহাস গড়েছিল ভারত।
২০১২ সালের অস্ট্রেলিয়া সফরের ঘটনা। এসসিজিতে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন বিরাট। দর্শকরা পিছন থেকে বারবার তাঁকে উত্যক্ত করে যাচ্ছিলেন। মাথা ঠান্ডা না রাখতে পেরে দর্শকদের দিকে ঘুরে মধ্যমা প্রদর্শন করেন বিরাট। অজি মিডিয়া সেই ঘটনাকে নিয়ে ব্যপক জলঘোলা করে।
গম্ভীর বনাম কোহলি। ২০১৩ আইপিএলে কেকেআর এবং আরসিবির ম্যাচ চলাকালীন কোহলি ও গম্ভীরের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বিরাট আউট হতেই কিছু একটা মন্তব্য করেন গম্ভীর। যা শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন বিরাট। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে বাকি খেলোয়াড়রা এসে দু'জনকে ছাড়িয়ে নিয়ে যান।