দুই দশকের বর্ণময় কেরিয়ারকে আলবিদা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার হাশিম আমলা। ৩৯ বছরের ক্রিকেটারের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেট টিম সারে। (ছবি:টুইটার)
দলটির টুইটার হ্যান্ডেলে সারের তরফে লেখা হয়, "হাশিম আমলা সব রকমের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন। ক্রিকেট কেরিয়ারের সমাপ্তির কথা ঘোষণা করেছেন। সারের তরফে তাঁকে অনেক ধন্যবাদ।"
তবে চার বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন হাশিম আমলা। তুলে রেখেছিলেন জাতীয় দলের জার্সি।(ছবি:টুইটার)
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন। তবে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে চুটিয়ে খেলে যাচ্ছিলেন। এ বার পাকাপাকিভাবে ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন প্রোটিয়া ব্যাটার। (ছবি:টুইটার)
৩৯ বছরের প্রাক্তন ক্রিকেটার এ বার কোচিংয়ে মন দিতে চান। তাই ক্রিকেট কেরিয়ারকে পাকাপাকিভাবে বিদায় জানানোর সিদ্ধান্ত। (ছবি:টুইটার)
ভারতীয় বংশোদ্ভুত আমলার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভারতেই। ২০০৪ সালে ২১ বছর বয়সে ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে টেস্টে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে চড়ান। বর্ণময় কেরিয়ারে ১২৪টি টেস্ট, ১৮১টি ওয়ান ডে এবং ৪৪টি টি-২০ ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার জার্সিতে তাঁর রান সংগ্রহ ১৮,৬৭২। (ছবি:টুইটার)
টেস্টে ত্রিশতরান হাঁকানো দক্ষিণ আফ্রিকার প্রথম এবং একমাত্র ক্রিকেটার হলেন হাশিম আমলা। ২০১২ সালে ওভালে অপরাজিত ৩১১ রানের ইনিংস খেলেছিলেন। (ছবি:টুইটার)
দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে মুম্বই ইন্ডিয়ান্সের দল কেপটাউনের হয়ে ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন তিনি।(ছবি:টুইটার)