হাজার হাজার আলো, তাতে তারাদের ঝলকানি, শহরের কোলে অঙ্কিতা চক্রবর্তীর জন্মদিনের পার্টির আয়োজিত হয়েছিল। দেখা গেল টলিপাড়ার বেশ কিছু চেনা মুখকে। সোহিনী সরকার থেকে সায়নী ঘোষ হাজির ছিলেন সকলেই। আর স্বামী প্রান্তিক বন্দ্যোপাধ্যায় তিনি কি এলেন?
বেশ কিছুদিন আগেই টলিপাড়ায় জোর গুঞ্জন রটে, অঙ্কিতা ও প্রান্তিকের নাকি সংসারে বেজায় অশান্তি। কিছু মাস আগেই পাহাড়ে বিয়ে করেছিলেন তাঁরা। বেশ অন্যরকম ভাবে বসেছিল তাঁদের বিয়ের আসর। এরই মধ্যে ঝগড়া?
টিভিনাইন বাংলা এ ব্যাপারে প্রান্তিককেই সরাসরি ফোন করেছিলেন সে সময়। একচোট হেসে তিনি বলেছিলেন এ সব নেহাতই গুজব। বলেছিলেন, এ তো সবে শুরু, এখন রটবে অনেক কিছুই।
সত্যি যে রটনা সের প্রমাণ মিলল এই জন্মদিনেই। পাশে দাঁড়িয়ে প্রান্তিকের সঙ্গেই কেক কাটলেন অঙ্কিতা। রনিতা থেকে সোলাঙ্কি-- গার্লস গ্যাংয়ের বাকি সদস্যদের সঙ্গে নাচ-গান-খাওয়াদাওয়ায় হইহই করে পালিত হল টলিপাড়ার সুজানের জন্মদিন।
ডায়েট ভুলে অঙ্কিতাও কামড় বসালেন কেকে। সাদা পোশাকে কেড়ে নিলেন সব লাইমলাইট।
এই মুহূর্তে যুব তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সায়নী ঘোষ। বন্ধুর জন্মদিন সেলিব্রেশনে দেখা গেল তাঁকে। সব মিলিয়ে যাকে বলে পিকচার পারফেক্ট।