কাতারে রয়েছেন? অথচ বিশ্বকাপ দেখার টিকিট পাননি? তা হলে কী করবেন? হতাশ হয়ে হোটেল রুমে ফিরলে তো চলবে না। আয়োজক দেশ কাতার এ বিষয়েও নজর রাখছে। এ বারের বিশ্বকাপের সব ক'টি ম্যাচ দেখার জন্য এক বিশেষ ফ্যান জোন তৈরি করেছে কাতার। ৮টি স্টেডিয়ামের কোনওটিরই টিকিট আপনি না পেলে, চিন্তা নেই, 'হায়া ফ্যান জোন'- রয়েছে। সেখানে বসে মাঠে খেলা দেখার মতো অনুভূতি পাবেন। (ছবি-টুইটার)
হায়া ফ্যান জোন হল খোশমেজাজে বিশ্বকাপ উপভোগ করার এক বিশেষ স্থান। এখানে জমকালো সেলিব্রেশন চলে সব সময়ই। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)
হায়া ফ্যান জোনে একসঙ্গে ৩৫০০ দর্শক বড় বড় স্ক্রিনে বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। পরিবার, বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে এখানে বসে খেলা দেখতে জড়ো হচ্ছেন প্রচুর দর্শক। (ছবি-টুইটার)
হায়া ফ্যান জোনে মেগা স্ক্রিনে ম্যাচ দেখার পাশাপাশি বিভিন্ন খাবার এবং পানীয় চেখে দেখার সুযোগ পাবেন দর্শকরা। পাশাপাশি ইচ্ছুক দর্শকরা আইস স্কেটিংও উপভোগ করতে পারবেন। (ছবি-টুইটার)
২০ নভেম্বর ফ্যান জোন খুলে দেওয়া হয়েছে। ১৮ ডিসেম্বর অবধি খোলা থাকবে এই ফ্যান জোন। এখানে প্রবেশের জন্য বিশেষ টিকিটের প্রয়োজন। হায়া কার্ড থাকা দর্শকরা এখানে প্রবেশের ক্ষেত্রে ছাড় পাবেন। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)