
গোল মরিচের অ্যান্টিমাইক্রোরিয়াল গুণ শরীরের রোগজীবাণু নাশ করে। কোনও ধরনের ইনফেকশন হতে দেয় না।

গোল মরিচে রয়েছে ক্ষুধা বাড়ানোর উপাদান। এটি পেটের যে কোনও সমস্যা তা গ্যাস হোক বা হজমের গোলমাল দূর করে নিমেষে।

গোল মরিচ তেলের সঙ্গে ফুটিয়ে তা চুলে ব্যবহার করতে পারেন। দেখবেন কিছুদিনের মধ্যেই কমেছে চুল পড়া। মাথা ব্যথা করলেও এই তেল মালিশ করতে পারেন। এমনকী, গোল মরিচের তেল ত্বকের জন্যও খুব উপাকরী।

দাঁতে ব্যথা সারাতে কাজে আসে গোল মরিচ। উষ্ণ গরম জলে গোল মরিচ দিয়ে কুলকুচি করুন। এটি জিভ, ঠোঁট, দাঁতে থাকা জীবাণু মারতে সাহায্য করে।

গোল মরিচে বাটা ভাতের সাথে খেলে তা নতুন মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করে।

সর্দি-কাশিতে আরাম দেয় এটি। অনেকেরই ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যায়। এই সময় পাতলা সুতির পরিষ্কার কাপড়ে কালোজিরে বেঁধে শুকোলে নাক খুলে যাবে ঝটপট।