Mental Health Tips: রোজের সকালে এই ৫ কাজ রাখলেই স্ট্রেস থেকে কর্টিসোল হরমোন নিয়ন্ত্রণে থাকবে
Stress Control: সকালে ঘুম থেকে উঠেই রোজ মেডিটেশন করুন ১৫ মিনিট। লম্বা শ্বাস নিন। নিজের লক্ষ্যে স্থির থাকুন। নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন। এতে স্ট্রেস কমবে সেই সঙ্গে কর্টিসোল হরমোনও নিয়ন্ত্রণে থাকবে