Papaya for Digestion: রোজ পাকা পেঁপে খেলে অ্যান্টাসিড খাওয়ার দরকার পড়বে না আর
megha |
Jul 18, 2024 | 3:07 PM
Digestive Health: বাইরের খাবার খেলে, অস্বাস্থ্যকর খাবার বেশি খেলে বদহজমের সমস্যা হবেই। নিয়মিত গ্যাস-অম্বলে ভুগলে হজম স্বাস্থ্যও দুর্বল হয়ে পড়বে। আর প্রতিবার অ্যান্টাসিড খাওয়া যায় না। তার চেয়ে রোজ পাকা পেঁপে খান। এই ফল কিন্তু হজম স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী।
1 / 8
বাইরের খাবার খেলে, অস্বাস্থ্যকর খাবার বেশি খেলে বদহজমের সমস্যা হবেই। নিয়মিত গ্যাস-অম্বলে ভুগলে হজম স্বাস্থ্যও দুর্বল হয়ে পড়বে। আর প্রতিবার অ্যান্টাসিড খাওয়া যায় না। তার চেয়ে রোজ পাকা পেঁপে খান।
2 / 8
পাকা পেঁপে রোজ খেলে কোনও ক্ষতি নেই। বরং, এই ফল হজম সম্পর্কিত যে কোনও সমস্যা থেকে আপনাকে মুক্তি দেয়। হজম স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে পাকা পেঁপে।
3 / 8
পাকা পেঁপের মধ্যে পাপাইন নামের শক্তিশালী এনজাইম রয়েছে। এই এনজাইম প্রোটিনগুলিকে ছোট ছোট পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিডে ভাঙতে সাহায্য করে। এগুলো শরীরের পক্ষে হজম করা ও পুষ্টি শোষণ করা সহজ হয়।
4 / 8
পাকা পেঁপের মধ্যে ডায়েটরি ফাইবার রয়েছে, যা হজম স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। এছাড়া এই ফলে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন সি, বিটা-ক্যারোটিন রয়েছে। এই ফল মলকে নরম করতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে।
5 / 8
পাকা পেঁপের মধ্যে ভিটামিন সি, ই ও বিটা-ক্যারোটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো হজমনালির প্রদাহ কমাতে এবং আলসার ও গ্যাস্ট্রিটাইসের মতো রোগকে প্রতিরোধ করে। অন্ত্রের স্বাস্থ্যেরও খেয়াল রাখে।
6 / 8
পাকা পেঁপের মধ্যে জলের পরিমাণ বেশি, যা পরিপাকতন্ত্রকে হাইড্রেটেড রাখে। হজম স্বাস্থ্যের জন্য হাইড্রেশন জরুরি। এতে খাবার ভাঙতে এবং সেখান থেকে পুষ্টি শোষণে সহায়তা হয়।
7 / 8
পেঁপে হল অ্যালকাইন প্রকৃতির, যা পেটের অ্যাসিডের মাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এতে অ্যাসিড রিফ্লাক্স অর্থাৎ চোয়াঁ ঢেকুর, বুক জ্বালা, গলা জ্বালার মতো সমস্যা এড়ানো যায়।
8 / 8
পাকা পেঁপের মধ্যে ক্লোলিন ও বিটা-ক্যারোটিন রয়েছে, যা দেহে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ। পাকা পেঁপে খেলে অন্ত্রের প্রদাহ কমে। পাশাপাশি একাধিক রোগের ঝুঁকি এড়ানো যায়।