কিচেনে সাদা নুন সরিয়ে রাখুন শুধু বিট নুন, সব রোগ পালাবে যোজন দূরে
Black Salt Benefits: আপনি কী জানেন, বিট নুন খাওয়ার অভ্যাস করলে আপনার শরীরের কত রোগ অজান্তেই গায়েব হয়ে যাবে। বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই বলছেন। এবার আপনার মনে হতেই পারে, কালো নুন অর্থাৎ বিট নুন কোনও খাবারে দিলেই স্বাদ বদলে দেয়। ফলে ডাল ভাতের সঙ্গে এই নুনের কম্বিনেশনটা খুব একটা ভাল না।
Most Read Stories