Blood Donation: শরীরে ট্যাটু নিয়েও কি রক্তদান করা সম্ভব?
Blood Donation: শরীরের কোথাও ট্যাটু বা উল্কা থাকলে, অনেক সময় রক্তদান করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। ইচ্ছা থাকলেও রক্ত নিতে চান না অনেক জায়গাতেই। আচ্ছা ট্যাটু করলে কিন সত্যিই রক্ত দেওয়া যায় না?
1 / 8
বর্তমান প্রজন্মের মধ্যে ট্যাটু নিয়ে বেশ একটা উন্মাদনা রয়েছে। হাতে, ঘাড়ে, গলায়, পিঠে বা শরীরের আরও অনেক জায়গায় রয়েছে ট্যাটু বা উল্কি করার চল। কেউ নিজের পছন্দের মানুষটির নাম খোদাই করে রাখতে চান নিজের শরীর কেউ আবার অন্য কোনও ছবি খোদাই করেন শরীরে।
2 / 8
তাছাড়া ইতিহাস ঘাটলে দেখা যায়, ট্যাটু করার চল কিন্তু আজকের নয়। বহু কাল ধরেই মানুষ নিজের শরীরে নানা উল্কি করে থাকেন। তবে সে অন্য বিষয়! ট্যাটু এখন মহিলা-পুরুষ নির্বিশেষেই করিয়ে থাকেন। তবে মুশকিল হল অন্য জায়গায়।
3 / 8
শরীরের কোথাও ট্যাটু বা উল্কা থাকলে, অনেক সময় রক্তদান করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। ইচ্ছা থাকলেও রক্ত নিতে চান না অনেক জায়গাতেই। আচ্ছা ট্যাটু করলে কিন সত্যিই রক্ত দেওয়া যায় না? কী সমস্যা হয় এই ক্ষেত্রে রক্তদান করতে গেলে?
4 / 8
শরীরে ট্যাটু থাকলে কি রক্তদান করা যায়? চিকিৎসকদের মতে শরীরে ট্যাটু বা উল্কা থাকলেও রক্তদানে কোনও বাধা নেই। ট্যাটু নিয়েও অনায়াসে আপনি রক্তদান করতে পারেন। এতে রোগীর কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে সেই ক্ষেত্রে কিছু নির্দেশিকা মেনে চলাটা আবশ্যিক। না হলে ঘটে যেতে পারে বড়সড় বিপদ।
5 / 8
চিকিৎসকদের মতে ট্যাটু সব সময় নতুন নিডল বা সূঁচ ব্যবহার করেই করা উচিত। এই বিষয়ে যিনি ট্যাটু করাচ্ছেন তাঁকে সচেতন হতে হবে। অনেক সময় ছোটখাটো জায়গায় একই সূঁচ দিয়েই অনেকের ট্যাটু করা হয়ে থাকে। এই ঘটনা ঘটলে তা যার ট্যাটু করা হচ্ছে তাঁর জন্য মোটে ভাল নয়। এই ক্ষেত্রে রক্তের মাধ্যমে শরীরে বাসা বাঁধতে পারে তিন মারণ রোগ। যা পরবর্তীকালে রোগীর শরীরেও ছড়িয়ে যেতে পারে।
6 / 8
সংক্রমণের পর ভাইরাস যে সময়ের মধ্যে বংশবৃদ্ধি করে সেই সময়কে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড । অর্থাৎ ছয় মাসের মধ্যে কোনওভাবে একজন ব্যক্তি এইচআইভি, হেপাটাইটিস বি, কিংবা হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হলে এবং ওই সময়ের মধ্যে রক্তপরীক্ষা করালেও রিপোর্ট নেগেটিভ আসতে পারে।
7 / 8
তাই ট্যাটু করানোর ছয় মাসের মধ্যে কোনও ব্যক্তি রক্তদান না করাই ভাল। নাহলে তাঁর রক্ত দ্বারা অন্য কোনও সুস্থ ব্যক্তিও মারণ রোগে আক্রান্ত হওয়ার ভয় থাকে। তাই ট্যাটু করানোর কম করে ছয় মাস সতর্ক থাকতেই হবে।
8 / 8
ছ'মাস পর আপনি নিজের ব্লাড টেস্ট করিয়ে নিশ্চিত হতে পারেন যে শরীরে এই রোগ গুলি ছড়ায়নি। তারপর ট্যাটু থাকলেও নিশ্চিন্তে রক্ত দেওয়া যায়। তবে এ ক্ষেত্রে কোনও কোনও চিকিৎসক একবছর রক্তদান করতেও বারণ করেন। তাই খুব বেশি হলে ১২ মাস পরে চাইলেই অনায়াসে আপনি রক্তদান করতে পারেন। তবে তার আগে একটি রক্ত পরীক্ষা করিয়ে জেনে নিন আপনার শরীরে কোনও রোগ বাসা বেঁধেছে কিনা। (সব ছবি Getty Images)