Stomach Cleaning: সকালে পেট পরিষ্কার হয় না? মেনে চলুুন এই টিপস, কাজ হতে বাধ্য
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 26, 2023 | 1:04 PM
Health Tips: সকালে ঘুম থেকে ওঠার উপরও নির্ভর করে পেট পরিষ্কারের উপর। আজকাল প্রায় সকলেই সকালে ঘুম থেকে উঠেই সবার আগো মোবাইল ব্যবহার করেন বা অ্যালার্মের শব্দে তাঁদের ঘুম ভাঙে।
1 / 8
অনেকেরই সকালে ঠিকমতো পেট পরিষ্কার হয় না। ফলে বাড়ে একাধিক সমস্যা। গ্যাস্ট্রোপেরেসিসের অন্যতম কারণ এটি। এছাড়া বাড়ে হজমের সমস্যাও।
2 / 8
আর হজম পক্রিয়া সঠিক না হলে পেটের ভিতরে থাকা পেশীগুলি ঠিকমতো কাজ করতে পারে না ফলে রোজ সকালে পেট পরিষ্কার হওয়া ভীষণভাবে জরুরি।
3 / 8
তবে বেশ কিছু অভ্যাস রয়েছে যা মেনে চললেই পেট থাকবে পরিষ্কার ও হজমের সমস্যা হবে গায়েব। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...
4 / 8
প্রতিদিন সকালে উঠে ঈষৎ উষ্ণ জল পান করুন। এর অনেক স্বাস্থ্যকর দিক রয়েছে। পেটের হাজার সমস্যা মেটায় এই জল। এতে পেটও পরিষ্কার হয়।
5 / 8
এই জলে যদি হালকা লেবু চিপে খেতে পারেন তাহলে আরও ভাল। এছাড়া গরম জলে তুলসী পাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ মিশিয়েও খেতে পারেন কাজ হবে।
6 / 8
পেট পরিষ্কার করতে হলে চাইলে নজর দিন ব্রেকফাস্টের দিকে। স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খান এবং পেট ভরে খাবেন। কখনই ব্রেকফাস্ট মিস করবেন না।
7 / 8
সকালে ঘুম থেকে ওঠার উপরও নির্ভর করে পেট পরিষ্কারের উপর। আজকাল প্রায় সকলেই সকালে ঘুম থেকে উঠেই সবার আগো মোবাইল ব্যবহার করেন বা অ্যালার্মের শব্দে তাঁদের ঘুম ভাঙে।
8 / 8
এই অভ্যাস মোটেই ভাল নয়। এতে হৃদস্পন্দন বেড়ে যায় যার প্রভাব পড়ে শরীরের উপর। তাই এটা করবেন না।